সংগৃহীত ছবি
বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।
মঙ্গলবার (০৮ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলা শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- বরগুনা সদর উপজেলার পরীরখাল এলাকার আব্দুল লতিফ মুসাল্লীর ছেলে মো. পারভেজ (৪০) ও বারেকের ছেলে মো. রাজিব।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরের লঞ্চঘাট এলাকায় লেফটেনেল আশিকুর ইসলাম ইমন এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ১০ কেজি গাঁজাসহ মো. পারভেজ ও মো. রাজিব নামে দুটি জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহার দুটি মোবাইল জব্দ করা হয়। পরে তাদেরকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
বরগুনার তালতলীতে শশুরবাড়ি সামনে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় সিদ্দিকুর রহমান (৩৫) নামে এক যুবককে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকা থেকে মরাদেহ উদ্ধার করা হয়। নিহত সিদ্দিকুর রহমান আমতলী উপজেলার কুকুয়া এলাকার মৃত্যু আজাহার মোল্লার ছেলে ও তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার জয়দেব ব্যাপারীর জামাতা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তানদের শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো।শনিবার সকালে শশুরবাড়ি সামনে রেইনট্রি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় সিদ্দিকুর রহমানের মরদেহ দেখতে পান। এসম শশুর বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।'ভোরের আকাশ/এসএইচ
ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের সমর্থন পাওয়া যায়নি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এই সকল জনদাবির বিরুদ্ধে দাড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। তারা পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। তারা পুরাতন রাজনীতি টিকিয়ে রাখতে চায়। তারা চাঁদাবাজ ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। গণঅভ্যুত্থানের পরে, এতো মানুষের জীবন যাওয়ার পরে তারা যদি মনে করে তারা পুরাতন রাজনীতি করবে তাহলে এতো সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে। শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোগস্থ আসিফ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, তারা ভেবেছিল দুই তিনটি আসন দেখিয়ে, ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে ছিনিয়ে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়নি।ছবি : ভোরের আকাশনাহিদ ইসলাম বলেন, ৫ই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার গঠন করি। দেশটাকে পুনর্গঠন করি। সকল বিভাজন দূর করে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেইনি। তারা বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার বলেছে ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না। আমরা দেশ পুনর্গঠন করতে চাই।জুলাই আন্দোলনের অন্যতম প্রধান এই নায়ক বলেন, সাতক্ষীরাবাসী এখনো রেল সুবিধা পায়নি। আপনারা শিক্ষা ব্যবস্থার উন্নতি চান, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চান, আমাদের জলবায়ু আমাদের রক্ষা করতে হবে। আমাদের সুন্দরবন আমাদের রক্ষা করতে হবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন। চাঁদাবাজদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেই দেশের ছাত্র জনতা ১৬ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লি পাঠাতে পেরেছে, সেই দেশের ছাত্রজনতা চাঁদাবাজদের ভয় পেতে পারে না। আপনারা ঐক্যবদ্ধ হন, নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হবে।তিনি বলেন, আপনারা দলে দলে ঢাকায় আসুন। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে আসছি, আপনাদের সাথে দেখা হবে। আপনারা দলে দলে ঢাকায় আসুন। চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে আমরা নতুন করে ইশতেহার দেব এবং জুলাই ঘোষণাপত্র আদায় করবো।পথসভায় আরও উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ।এর আগে নেতৃবৃন্দ জুলাই পদযাত্রায় অংশ নেন।ভোরের আকাশ/এসএইচ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা বাবুল হাওলাদারকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।এলাকাবাসীর আয়োজনে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে শনিবার (১২ জুলাই) বিকেলে এ কর্মসূচি পালিত হয়। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে এ ইউপি সদস্যকে মঠবাড়িয়া থানা পুলিশ নাশকতা এবং বিস্ফোরণ ঘটানোর অভিযোগে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।মানববন্ধনে বক্তারা ইউপি সদস্য বাবুল হাওলাদারকে বিএনপি'র সক্রিয় নেতা দাবি করে, তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে, নাসির উদ্দিন এর সভাপতিতে বক্তব্য রাখেন, জান্নাতি আক্তার, কাজল বেগম, মোস্তফা গাজী, রহমান মিয়া প্রমুখ।ভোরের আকাশ/এসএইচ
চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজ এর উদ্যেগে সারাদেশে সংখ্যালুঘু নির্যাতন, ধর্ষণ, মন্দির, ব্যবসা-প্রতিষ্ঠান ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ, মব ভায়োলেন্স প্রতিরোধে এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ সনাতনী সকল কারাবন্দীর নিঃশর্ত মুক্তি ও দ্রুত ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড.কুশল বরণ চক্রবর্তীকে লাঞ্ছিত করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সোমবার (১২ জুলাই) মোমিন রোডস্হ চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরুন্নাহার হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সীতাকুণ্ড ভোলানন্দ গিরি আশ্রমের অধ্যক্ষ উমাসানন্দ গিরি মহারাজ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, বাংলাদেশ সনাতন পাটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুমন কুমার রায়।সংবাদ সন্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের শোষণ -বঞ্চনা থেকে মুক্তির জন্য সনাতনী সম্প্রদায়ের প্রাণের দাবী ৮ দফা বাস্তবায়ন করতে হবে এবং ৮ দফা দাবী বাস্তবায়নে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর প্রতি নেতৃবৃন্দরা জোরালো আহবান জানান।বক্তারা আরও বলেন, লালমনিরহাটে সেলুনের মালিক পুত্র- সন্তানকে মাত্র ১০ টাকার তর্ক নিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রামের সভাপতি আশীষ দাশ, প্রশান্ত হালদার, পরিতোষানন্দ গিরি মহারাজ, সনাতন নাগরিক সমাজের সংগঠক পিংকু ভট্টাচার্য, সনাতন অধিকার আন্দোলনের নেতা পলাশ সেন, সীতাকুণ্ড স্রাইন কমিটির সদস্য অশোক চক্রবর্তী, তরুণ সনাতনী সংগঠক তন্ময় মল্লিকা, সুশান্ত অধিকারী, পটিয়া শ্বশান কালি মন্দিরের অধ্যক্ষ পরিতোষানন্দ গিরি মহারাজ, সনাতনী অধিকার আন্দোলনের প্রশান্ত হালদার, সুশান্ত অধিকারী প্রমুখ। সংবাদ সন্মেলন শেষে একটি মৌন মিছিল আন্দরকিল্লা- মোমিন রোড- জামালখান সড়কে প্রদক্ষিণ করে।ভোরের আকাশ/এসএইচ