× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে চিকিৎসকের অবহেলায় আবারও রোগীর মৃত্যুর অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ০৭:৩৮ পিএম

ছবি: ভোরের আকাশ

ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল আবারো হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ জুলাই ) রাতে হাসপাতালের ৬ষ্ঠ তলার পুরুষ ওর্য়াডে এ ঘটনা ঘটে। 

নিহত ওই রোগীর নাম ফুলবাবু দাস (১৮)।  তিনি উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পূর্ব নাওড়া গ্রামের সুখ চরণ দাসের ছেলে।

নিহতের স্বজনদের দাবী- বুধবার রাত ৮টার দিকে ফুলবাবুর শ্বাস কষ্ট দেখা দিলে তাকে দ্রুত কুড়িগ্রাম হাসপাতালে নিয়ে আসা হয়।  পরে তাকে ভর্তি করে ৬ষ্ঠ তলায় নেওয়া হয়।  কিন্তু দীর্ঘ সময় ডাক্তার ও নার্স তাকে দেখতে আসেননি।  ততক্ষণে মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়।  এরমধ্যে রাত ১১টার দিকে মারা যায় সে।

এর আগে গত ২৫ জুলাই চিকিৎসকের অবহেলায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া এলাকার বাসিন্দা জামাল বাদশাহ (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

নিহতের মা বকুল রাণী দাস বলেন, হাসপাতালে ভর্তি করার পর আমার ছেলের মুখ দিয়ে রক্ত বাহির হচ্ছিল।  পরে শ্বাস কষ্টে ছেলে আমার মারা যায়।  ছেলে মারা যাওয়ার সময় ডাক্তার ও নার্সকে আমরা পাইনি।  চিকিৎসার অবহেলায় তার ছেলে ফুলবাবু মারা গেছে বলে দাবী করেন তিনি।

নিহত ফুলবাবু দাসকে নিয়ে আসা পল্লী চিকিৎসক বাদল সরকার জানান, রাত ৯টায় দিকে আমরা কাশির সাথে রক্তপরা ও শ্বাসকষ্টজনিত কারণে রোগীকে হাসপাতালে ভর্তি করি।  কিন্তু দুঃখজনক বিষয় হলো প্রায় এক ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও কোনো ডাক্তার বা নার্স দেখতে আসেনি।  জরুরি বিভাগ থেকে যেসব ওষুধপত্র দিয়েছে সেসব নিয়ে এসে দেখি এখানে রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য চিল্লাচিল্লি করা হচ্ছে কিন্তু অক্সিজেন দেওয়া হয়নি।  রোগীর অবস্থা খারাপ দেখে ডাক্তার আসার জন্য অনুরোধ করলেও কেউ আসেনি।

হাসপাতালে প্রত্যক্ষদর্শী সবুজ মিয়া বলেন, ফুলবাবু অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাচ্ছিল ও তার নাক দিয়ে রক্ত ঝড়তেছিল।  পরে আমি তাকে বিছানায় শুয়ে রাখি।  রোগীর অক্সিজেনের সমস্যা দেখে নার্সদের ডাক দিই কিন্তু প্রায় আধাঘণ্টা পেরিয়ে গেলেও কেউ আসেনি।  ততক্ষণে রোগী মারা গেছে।  মৃত ব্যক্তিকে তারা ইসিজি করতে বলে আর সেই মৃত রোগীকে স্যালাইন দেয়।

সেখানে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স কোহিনুর খাতুন বলেন, আমরা একটা সেকেন্ডের জন্য বসে নাই।  এখানে শতশত রোগী। সে সময় একসঙ্গে সাতজন রোগী আসায় রিসিপশন ভরা ছিল।  এরকম ভরা থাকলে কি কাজ করা সম্ভব।  দায়িত্বে আমাদের কোনো অবহেলা ছিল না বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক আব্দুল হান্নান বলেন, রোগীর অবস্থা আশংকাজনক ছিল।  ওই রোগীর বিষয়ে কেউ কিছু আমাকে জানায়নি।

গত সপ্তাহে জরুরী বিভাগে চিকিৎসকের অবহেলায় রোগী মারা যায়।  ওই সময় বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রচার হলে  স্বাস্থ্য উপদেষ্টা নির্দেশনায় ওই চিকিৎসক এর বদলী সহ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।  তদন্ত রিপোর্ট প্রকাশ হওয়ার আগেই আবারো রোগীর মৃত্যু জনমনে নানান প্রশ্ন উঠেছে।  দীর্ঘদিন ধরে জেনারেল হাসপাতালে স্থানীয় ডাক্তার শহিদুল্লাহ লিংকন তত্ত্বাবধায়ক থাকায় অহরহ রোগীর মৃত্যু সহ দুর্নীতি অনিয়ম অবিরাম চলছেই। 

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন বরাবরের মতো চিকিৎসকের অবহেলার বিষয়টি অস্বীকার করে বলেন, ঘটনাটি শোনার পর আমি সকালে তদন্ত করেছি।  সে সময় রোগীর চাপ ছিল খুব। যিনি মারা গেছেন তার শরীরে প্রচুর জ্বর ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।  তাকে রেফার করা হলেও তারা অন্যত্র যাননি।

ভোরের আকাশ/জাআ

  • শেয়ার করুন-
কুড়িগ্রামের রাজারহাটের ওসি প্রত্যাহার, প্রতিবাদে সচেতন মহল

কুড়িগ্রামের রাজারহাটের ওসি প্রত্যাহার, প্রতিবাদে সচেতন মহল

টঙ্গীতে দগ্ধদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

টঙ্গীতে দগ্ধদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামে এতিম শিশুরা পেল চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী

কুড়িগ্রামে এতিম শিশুরা পেল চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী

কু‌ড়িগ্রামে রান্না ঘ‌রে মিলল বৃদ্ধার গলাকাটা মর‌দেহ

কু‌ড়িগ্রামে রান্না ঘ‌রে মিলল বৃদ্ধার গলাকাটা মর‌দেহ

 ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: প্রধান উপদেষ্টা

সংশ্লিষ্ট

শ্রীপুরে রিসোর্টে নারীকে গণধর্ষণ, থানায় মামলা

শ্রীপুরে রিসোর্টে নারীকে গণধর্ষণ, থানায় মামলা

সাভারে খেলাফত মজলিসের ৫ দফা দাবি ও বিক্ষোভ মিছিল

সাভারে খেলাফত মজলিসের ৫ দফা দাবি ও বিক্ষোভ মিছিল

শ্রীপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিরোজপুরে মিথ্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

পিরোজপুরে মিথ্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ