খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ কথা জানান জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
জেলা প্রশাসক জানান, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে এবং যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব প্রশাসন নেবে। তিনি বলেন, আমরা এখানে এসেছি ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে। তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও জানান, অবরোধকারীদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের ৮ দফার মধ্যে ৭ দফা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার টেবিলে সমস্যার সমাধান হবে। একই সঙ্গে তিনি জানান, অবরোধ প্রত্যাহার করলে প্রশাসনও ১৪৪ ধারা প্রত্যাহার করবে।
উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পরদিন সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে (১৯) আটক করে পুলিশ। পরে তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
ভোরের আকাশ/এসএইচ