ঈদগাহ মাঠ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য আজিমুশশান জশনে জুলুস বের হয়।শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জুলুসটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি, মাওলানা মোঃ আবু তাহের আনছারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের খাগড়াছড়ি জেলার সহ-সভাপতি মো. আব্দুর রব রাজা, সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদসহ ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৩ এএম
খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা
খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রামগড় থানা পুলিশ বাগান টিলা এলাকায় ঘটনাস্থলে পৌঁছে।নিহতরা হলেন- মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম (৯০) এবং তার মেয়ে রেহানা আক্তার (৪৫)। রেহানার স্বামী মোস্তফা ওমান প্রবাসী এবং মা-মেয়ে দু’জনই ঘরে ছিলেন।প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে মা-মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানিয়েছেন, বসতবাড়ির দুইটি কক্ষে মা ও মেয়ের মরদেহ পড়ে ছিল। পুলিশ সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী ব্যবস্থা নেবেন।ওসি মঈন উদ্দিন আরও বলেন, ‘চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
২১ আগস্ট ২০২৫ ০৩:১২ পিএম
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা বের করা হয়। শনিবার (৯ আগস্ট) সকালে আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতশত নারী-পুরুষ অংশ নেন।পরে খাগড়াপুর জেবিসি সেন্টারে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির আহ্বায়ক সাথোয়াই অং মারমার সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাহাড়ি নেতা সুধাকর ত্রিপুরা, আকাশ ত্রিপুরা, জনত্তম চাকমা, সুজন চাকমা, জ্ঞানপ্রিয় চাকমা ও মনোতোষ ত্রিপুরা প্রমুখ।দীর্ঘ বছর ধরে দাবি জানিয়ে আসলেও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি না পাওয়ায় হতাশা প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, পাহাড়িদের মূল দাবি এখন পাহাড় ও সমতলের পাহাড়িদের তাঁদের স্বতন্ত্র জাতিগত পরিচয় ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং দীর্ঘ পুঞ্জীভূত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদারতা প্রত্যাশা করেন তারা। অন্যথায় দাবি আদায়ে আন্দোলন বেগবান করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।ভোরের আকাশ/মো.আ.
০৯ আগস্ট ২০২৫ ০১:৩৭ পিএম
ভারী বৃষ্টিপাতে সাজেকে আটকা কয়েকশ পর্যটক
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের মাচালং বাজার সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে আটকা পড়েছেন কয়েকশ পর্যটক।মঙ্গলবার (৫ আগস্ট) পর্যটন নগরী সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন কয়েকশ পর্যটক। তবে বিকল্প উপায়ে নৌকা ও বাঁশের ভেলায় করে সাজেকে আটকে পড়া পর্যটকদের পারাপার করা হচ্ছে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন তাদের আপাতত সড়ক থেকে পানি না সরা পর্যন্ত সাজেকে অবস্থান করতে হবে।সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সড়কের ওপরে আনুমানিক ৫ থেকে ৬ ফুট পানি আছে। এ অবস্থায় কোনোভাবে গাড়ি চলাচল সম্ভব নয়।বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, আটকে পড়া অনেক পর্যটক বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।ভোরের আকাশ/মো.আ.
০৬ আগস্ট ২০২৫ ০৯:২৭ এএম
খাগড়াছড়িতে ইউপিডিএফের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
খাগড়াছড়িতে দুই প্রতিপক্ষ আঞ্চলিক সংগঠনের মিছিল চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে গুলিতে এক নারী আহত হয়েছে বলে দাবি করেছে ইউপিডিএফ (প্রসিত)। ফ্যাসিবাদী সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে (সাড়ে ১০টা) খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ারে একই সময়ে মিছিল বের করলে এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) পৃথক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুটি শহরের চেঙ্গীস্কোয়ারে পৌছালে মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ইউপিডিএফ-প্রসিত গ্রুপের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সংগঠক অংগ্য মারমা দাবি করেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন দিবস উপলক্ষে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে একটি বিক্ষোভ মিছিল পৌছালে প্রতিপক্ষের গুলিতে অনাদী চাকমা (৬০) নামে তাদের এক নারী আহত হয়েছেন। ঘটনার জন্য সংস্কারপন্থীদের দায়ী করা হয়।ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সূত্রে দাবি করা হয়, করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছালে প্রতিপক্ষ হামলা চালায়। এতে অনাদি চাকমা নামে এক নারী আহত হন বলে দাবি করা হয়।অন্যদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা বলেন, ৫ আগস্ট উপলক্ষে পাহাড়ি ছাত্র পরিষদ একটি আনন্দ মিছিল বের করে। চেঙ্গী স্কয়ারে পৌঁছালে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) ইটপাটকেল নিক্ষেপ করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে গুলি খবর সঠিক নয়।খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
০৫ আগস্ট ২০২৫ ০২:৩০ পিএম
খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪
খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টা দিকে দীঘিনালা উপজেলার দুর্গম জোড়া সিন্ধু কারবারিপাড়াতে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, ইউপিডিএফ দলের সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএস দলের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় মুখোমুখি হয়। তখনই দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়।এতে ইউপিডিএফ (প্রসিত)-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস্ লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের নাম-ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়েছি। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
২৬ জুলাই ২০২৫ ০২:০৩ পিএম
শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙ্গালী ঐক্যের প্রয়োজন
এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে বসবাসকারী পাহাড়ি হোক, বাঙ্গালী হোক; প্রত্যেকটি জনগোষ্ঠিই বঞ্চিত। এখানে উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙ্গালী, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য-সম্প্রীতির বিকল্প নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা, জাতীয় নিরাপত্তার স্বার্থে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ এর অংশ হিসেবে সোমবার দুপুরে খাগড়াছড়িতে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চের সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিনাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা। মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আকতার হোসেন, মূখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী প্রমূখ।এসময় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অন্যান্য বক্তারা দূর্নীত ও চাঁদাবাজমুক্ত খাগড়াছড়ি গড়ে তুলতে এনসিপি‘র পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।তারা বলেন, সংখ্যায় যে যত বেশি কিংবা কমই হোক; নীতি নির্ধারণের ক্ষেত্রে সকল জাতিগোষ্ঠির স্বার্থ বিবেচনায় রাখতে হবে।দুপুর আড়াইটায় শহরের চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ পদক্ষিণ করে।এদিকে পদযাত্রায় অংশ নিতে জেলার ৯ উপজেলা থেকে বিপুল সংখ্যক এনসিপি নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন। এরআগে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পৌঁছান। পদযাত্রা ও সমাবেশ শেষে ফিরে ফেনীতে। সেখানেও কর্মসূচি রয়েছে সংগঠনটির।কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়িতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও এপিবিএন সদস্যদেরও নিরাপত্তার দায়িত্বে দেখা যায়।ভোরের আকাশ/জাআ
খাগড়াছড়িতে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) সকালে খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকআবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ।এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা টিটু চন্দ্র ধর। সেমিনারে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, উপজেলা ভূমি কর্মকর্তা খাদিজা তাহিরাসহ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।সেমিনারে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে। বংশীয় পরম্পরায় চলমান এসব পেশাজীবীদের আরো আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সর্বদা সব ধরনের সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন প্রকল্প সংশ্লিষ্টরা।ভোরের আকাশ/জাআ