রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ০৮:৪৭ পিএম
ছবি: ভোরের আকাশ
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট ব্যবসায়ী সমবায় সমিতির আসন্ন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে বাজারের অলিগলি, দোকানপাট, চায়ের স্টল, এমনকি মোবাইল ক্যাম্পেইনের মাধ্যমেও ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন।
৩১ জন প্রার্থী তাদের — প্রতিটি প্রতীক নিয়েই চলছে প্রচার-প্রচারণার উৎসব। প্রার্থীদের পক্ষে পোস্টার, লিফলেট, মাইকিং, এবং প্রচার-গান যেন কেরানীহাট বাজারকে এক নির্বাচনি উৎসবে পরিণত করেছে।
ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে প্রবল উৎসাহ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট ব্যবসায়ী সমবায় সমিতির আসন্ন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে বাজারের অলিগলি, দোকানপাট, চায়ের স্টল, এমনকি মোবাইল ক্যাম্পেইনের মাধ্যমেও ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন।ও আগ্রহ। অনেকেই বলছেন, এবারের নির্বাচন অতীতের তুলনায় আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তরুণ প্রার্থীদের পাশাপাশি অভিজ্ঞ নেতারাও রয়েছেন মাঠে, যার ফলে ভোটাররা ভাবনা-ভাবনিতে সময় নিচ্ছেন।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কেরানীহাট প্রগতিশী ব্যবসায়ী সমবায় সমিতি ভোটারে সংখ্যা ১৪৭০ জন। আগামি ৩১ জুলাই বৃহস্পতিবার ৯ টা সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ভোরের আকাশ/জাআ