ছবি: ভোরের আকাশ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। অসুস্থ বাবার মৃত্যুর খবরে গভীর শোক সহ্য করতে না পেরে চার ঘণ্টার ব্যবধানে মৃত্যু হলো ছেলেরও। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এক পরিবারের দুই প্রজন্মের এমন বিদায়ে শোকের ঘন ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে।
সোমবার ভোররাতে প্রথমে মারা যান ৬০ বছর বয়সী মো. আবুল হাসেম খান। তার মৃত্যুর চার ঘণ্টা পর সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার বড় ছেলে মো. সোলেমান খান (৩০)। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাদের।
জানা যায়, সোলেমান খান মতলব দক্ষিণ উপজেলার গাউছিয়া মার্কেটে একটি দরজির দোকান চালিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তারই আয়ে চলত পরিবারের ভরণপোষণ।
গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে তিনি ভর্তি হন চাঁদপুর জেনারেল হাসপাতালে। একই হাসপাতালে রোববার সন্ধ্যায় ভর্তি হন তার বৃদ্ধ বাবা আবুল হাসেম খান।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে মারা যান বাবা আবুল হাসেম। বাবার মৃত্যুর খবর হাসপাতালে শুয়ে থাকা ছেলেকে জানানো হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং সকাল ৯টায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সোলেমানের ছোট ভাই মো. শাহাজালাল খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, "অল্প সময়েই বাবা ও বড় ভাইকে হারালাম। এই শোক বয়ে বেড়ানোর মতো শক্তি আমাদের নেই। সংসার চলতো ভাইয়ের আয়ে, এখন পুরো পরিবার দিশেহারা হয়ে গেছে।"
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, "দুজনের মৃত্যুই অসুস্থতাজনিত। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।"
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে বিকেলে শ্রীপুর রেলওয়ে মসজিদ চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলার আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডক্টর মো: জাহাঙ্গীর আলম। ড.জাহাঙ্গীর আলম বলেন, দেশে জুলাই সনদ রচিত হয়েছে কিন্তু একটি মহল তা বাস্তবায়ন হতে দিচ্ছে না।আমরা হুশিয়ারী করে দিতে চাই অনেক স্থানে আমাদের বিল বোর্ড, ফ্যাস্টুন খুলে ফেলা হয়েছে আমরা প্রতিবাদ করছি। তিনি আরও বলেন,৭১ সালে দেশ স্বাধীন হলেও স্বৈরাচার ফ্যাসিস্টের হাত থেকে বাংলাদেশ মুক্ত হতে পারেনি। আমরা স্বৈরাচার মুক্ত প্রশাসন ও দূর্নীতি মুক্ত প্রশাসন চাই।পৃথিবীর প্রায় ৮০ টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। বাংলাদেশেও পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।এদেশের মানুষ নির্বাচনের জন্য পিআর পদ্ধতির দাবী জানাচ্ছে।বাংলাদেশে সংস্কার ছাড়া নির্বাচন হলে ওই ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন আবারও কায়েম হবে।তাই আমাদের পাঁচ দফা অবিলম্বে বাস্তবায়ন করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করুন। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের। মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান,শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডাঃ জসিম উদ্দিন, পৌর আমির ডাঃ আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী,বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান, প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মোঃসুলাইমান হোসাইন, তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার,ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো: হাবিবুর রহমান প্রমুখ।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেংরা রাস্তার মোড়ে এসে শেষ হয়।এসময় ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভোরের আকাশ/হ.র
পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সরদার কামরুজ্জামান চানকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সরদার কামরুজ্জামান চানকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে নিবিড়ভাবে জড়িত এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। তার নেতৃত্বে শিকদারমল্লিক ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকান্ড ও জনসেবামূলক কার্যক্রম ছিল প্রশংসনীয়।বক্তারা আরও বলেন, একজন জনপ্রিয় স্থানীয় নেতা হিসেবে চান সাহেব সর্বদা দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। তাই তার গ্রেফতার শুধু একটি ব্যক্তিকে নয়, পুরো এলাকায় বিএনপির রাজনৈতিক কর্মকান্ডকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা।মানববন্ধনে বক্তব্য রাখেন, কদমতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন শেখ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক শেখ, ১ নং শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন হাওলাদার ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৈত্রী রানী বেপারী।তারা অবিলম্বে সরদার কামরুজ্জামান চানের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানান। ভোরের আকাশ/হ.র
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখা।আজ শুক্রবার(২৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌরসহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়।মিছিল-পূর্বক সমাবেশে মঠবাড়িয়া উপজেলা জামায়েতের সেক্রেটারি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মঠবাড়িয়া (পিরোজপুর -৩) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মোঃ আব্দুল জলিল শরীফ, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি পৌর জামাতের সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মেহেদী হাসান , পৌর জামাতের আমির আব্দুল মালেক মীর, টিকিকাটা ইউনিয়নের জামায়াতের আমির হাফেজ শহিদুল ইসলাম, বেতমোর ইউনিয়নের সভাপতি এস এম মজিবুর রহমান প্রমুখ। ভোরের আকাশ/হ.র
বরগুনার বেতাগীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার বেতাগী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে এবং শহরের প্রদানসড়কগুলো প্রদর্ক্ষিন করে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এসে বিক্ষোভ সমাবেশ করেন।শুক্রবার সকাল ১০ টার বেতাগী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিলশেষে বক্তারা বলেন, জুলাই সনদ দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার অন্যতম দলিল। এর মাধ্যমে জনগণের প্রকৃত মতামত ও ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। বর্তমান ভোটাধিকার সংকটে জুলাই সনদকে আইনি স্বীকৃতি প্রদান এবং সেই ভিত্তিতে নির্বাচন কমিশনকে সংস্কার করা সময়ের দাবি। তারা অভিযোগ করেন, ক্ষমতাসীন মহল জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে।মিছিলশেষে সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী আমির বলেন,' আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে জনগণের প্রকৃত ভোটাধিকার প্রতিফলিত হবে। এতে কোনো একটি দল প্রভাব বিস্তার করতে পারবে না এবং সংসদে ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। বক্তারা দাবি করেন, দেশের রাজনৈতিক সংকট উত্তরণে জুলাই সনদকে কার্যকর করা ছাড়া বিকল্প নেই।এসময় উপজেলা জামায়াতে ইসালামী সেক্রেটারী প্রভাষক মো. শহাদাৎ হোসেন মুন্না বলেন, দেশে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে পিআর পদ্ধতিতে ভোট আয়োজন জরুরি। অন্যথায়, ভোটারদের আস্থা পুনরুদ্ধার সম্ভব হবে না।এসময় উপস্থিত ছিলেন হোসনাবাদ ইউনিয়ন সভাপতি মাস্টার নাসির উদ্দিন, মোকামিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ফুয়াদ। সমাবেশ সঞ্চালনা করেন বেতাগী পৌর জামায়াতে সেক্রেটারি মোল্লা মাসুম।এছাড়া বিক্ষোভ সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ভোরের আকাশ/হ.র