মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ১০:১৬ এএম
ছবি : ভোরের আকাশ
টাঙ্গাইলে মধুপুরে এসএসসি ও এইচএসসি পর্যায়ে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় এই কর্মসুচি বাস্তবায়নে সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র দাস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাসান, একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আহমেদ, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরানসহ অনেকেই। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিদ্যালয় ও মাদরাসা প্রধান, সাংবাদিকবৃন্দ এবং পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ৪০ জন পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগর অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
ভোরের আকাশ/এসএইচ