ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) থেকে বিতরণ শুরু হবে। মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।সোমবার চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসুর মনোনয়নপত্র ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীকে সশরীরে সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বেলা ৩টা।একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের কাছ থেকে সংগ্রহ ও জমা দিতে হবে।ডাকসু ও হল সংসদ আচরণবিধিমালা ২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম সংগ্রহ বা জমা দেওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।এবার নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৮টি পদ এবং হল সংসদে ১৩টি মোট ৪১টি পদ থাকবে।নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম ৮টি সংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট, ইসলামী ছাত্র আন্দোলনের পৃথক প্যানেলসহ উমামা ফাতেমা একটি স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচনে অংশ নেবেন।ভোরের আকাশ/জাআ
১১ আগস্ট ২০২৫ ১১:০৩ পিএম
সুনামগঞ্জে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও সুরক্ষা সামগ্রী বিতরণ
সুনামগঞ্জ সদর উপজেলায় কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।সোমবার (১১ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্রিপ প্রকল্পের আওতায় ৮১টি কৃষক গ্রুপের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।প্রতিটি গ্রুপের মাঝে একটি করে স্প্রে মেশিন, গ্যাস মাস্ক, গামবুট ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। কৃষকদের বালাইনাশক প্রয়োগের সময় ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদভাবে স্প্রে করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন।এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, “বালাইনাশক ব্যবহার কৃষিতে গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক প্রয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা না মানলে তা কৃষক ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণে প্রত্যেক কৃষককে প্রশিক্ষিত ও সুরক্ষিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।”আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক প্রযুক্তি ও নিরাপদ কৃষি চর্চায় উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
১১ আগস্ট ২০২৫ ০৭:৪৬ পিএম
শ্রীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দীপনা পুরস্কার বিতরণ
গাজীপুরের শ্রীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড্ গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, উদ্দীপনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো: আল মামুন তালুকদার।ছবি : ভোরের আকাশহুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আবদুল হান্নান সজল, বরামা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ,অভিভাবক মোঃ দেলোয়ার হোসেন ও হুমায়ুন কবির সাংবাদিক টিপু সুলতান ও রাতুল মন্ডল, একাডেমিক সুপার ভাইজার পারভীন আক্তার, জেলা সহকারী পরিদর্শক মেহেদী হাসান, শিক্ষার্থী জিয়েনা জাহিন মিম, সানজিদা আজাদ প্রিন্সী প্রমুখ।ভোরের আকাশঅনুষ্ঠান শেষে ছয় জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।ভোরের আকাশ/এসএইচ
৩১ জুলাই ২০২৫ ০২:১৩ পিএম
শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
গাজীপরের শ্রীপুরে জুলাই আগস্ট শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের রিয়াজ উদ্দিন প্রধান দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।রিয়াজ উদ্দিন প্রধান দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।ছবি : ভোরের আকাশপ্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পতিত আওয়ামিলীগ সরকার মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে থাকার কারণে মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জরাজীর্ণ শ্রেণীকক্ষে পাঠদান হচ্ছে। এটি খুবই দুঃখজনক। আওয়ামিলীগ সরকার ধর্মীয় প্রতিষ্ঠানকে জঙ্গি তৈরির প্রতিষ্ঠান মনে করতো। যাঁর কারণে এই চিত্র আমাদের দেখতে হচ্ছে আমাদের। হাজার হাজার কোটি টাকা লোপাট করছে। কিন্তু মাদ্রাসা আর ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেনি।উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোসলে উদ্দিন মৃধা, আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতা, গলদাপাড়া রিয়াজ উদ্দিন প্রধান দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আমিনুল ইসলাম, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন মন্ডল, কাওরাইদ ইউনিয়ন বিএনপি নেতা মো. রাশেদ মন্ডল, কাওরাইদ কালিনারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হাসান, ঝালপাঞ্জা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী।ভোরের আকাশ/এসএইচ
৩০ জুলাই ২০২৫ ০২:০০ পিএম
রায়গঞ্জের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জের এক অসহায় পরিবার পেলেন খাদ্য সামগ্রী।মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর এলাকায় অসহায় তোজাম্মেল হক ও জহুরা বেগম দম্পতির হাতে কেআর ফ্যামেলি সিরাজগঞ্জের অর্থায়নে প্রায় ৫ হাজার টাকার খাদ্য সামগ্রী তুলে দেন স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের সদস্যরা। এর আগে "হতদরিদ্র দম্পতির মানবেতর জীবনযাপন" শিরোনামে সংবাদ প্রকাশের পর কেআর ফ্যামেলি সিরাজগঞ্জ ও স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের সার্বিক সহযোগিতায় এ সহায়তা দেওয়া হয়।এসবের মধ্যে চাল, ডাল, তেল, লবন চিনি, মাছ, মুরগী, ডিমসহ ইত্যাদি প্রায় ৫ হাজার টাকার নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী।এ সময় স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের প্রতিষ্ঠাতা এসএম বাহাদুর আলী, স্বেচ্ছাসেবী ইউসুফ আলী, জান্নাত, শাকিল, নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তোজাম্মেল হকের স্ত্রী জহুরা বেগম বলেন, অর্থের অভাবে তাদের দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটছে। কখনো কখনো খেয়ে না খেয়ে চলতে হচ্ছে তাদের। কেআর ফ্যামেলি তাদের যে খাদ্য সামগ্রী দিয়েছে এতে তারা অনেক খুশি।ভোরের আকাশ/এসএইচ
২৯ জুলাই ২০২৫ ০২:৫৩ পিএম
মধুপুরে মেধাবী ৪০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
টাঙ্গাইলে মধুপুরে এসএসসি ও এইচএসসি পর্যায়ে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়েছে।ছবি : ভোরের আকাশশনিবার (২৬ জুলাই) দুপুরের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় এই কর্মসুচি বাস্তবায়নে সহযোগিতা করে।ছবি : ভোরের আকাশউপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র দাস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাসান, একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আহমেদ, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরানসহ অনেকেই। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিদ্যালয় ও মাদরাসা প্রধান, সাংবাদিকবৃন্দ এবং পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ৪০ জন পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগর অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।ভোরের আকাশ/এসএইচ
২৭ জুলাই ২০২৫ ১০:১৬ এএম
পিরোজপুরে ফ্রিল্যান্সিং কোর্স প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ
শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে পিরোজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র বিতরণ এবং ৩য় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে ই-লানিং এন্ড আর্নিং লিমিটেডের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূইয়া জনি।ছবি : ভোরের আকাশপিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল হাই মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মো. রেজাউল হক, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বরিশাল বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা, পিরোজপুর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাহিন খান, প্রশিক্ষণার্থী মরিয়ম আক্তার, প্রশিক্ষণপ্রাপ্ত মো. খায়রুজ্জামান, আছিয়া আক্তার প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর যুব উন্নয়ন এর সহকারী পরিচালক মো. মমিনুল হক বকাউল। অনুষ্ঠানে ২য় ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদপত্র এবং ৩য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।উল্লেখ্য, পিরোজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় দুটি ব্যাচে ১০০জন যুবক-যুবতিদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৭৫ জন যুবক-যুবতি বাড়িতে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ আয় করা শুরু করেছে।ভোরের আকাশ/এসএইচ
২২ জুলাই ২০২৫ ০৭:৩৭ পিএম
নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ
পিরোজপুরে জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে।বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় পিরোজপুর বি আর টি এ এর আয়োজন করা হয়।ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার। জেলা বিআরটিএ এর সহকারী পরিচালক মাহফুজ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাসুম, ট্রাফিক ইন্সপেক্টর মো: মনিরুজ্জামান মনির, মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম, আলিফ আহাম্মেদ রাজিব প্রমুখ।এ সময় বক্তারা বলেন, জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি। গত বছর জুলাই আগস্ট গনঅভ্যুত্থানে পিরোজপুর জেলার পাঁচজন শহীদ হয়েছেন। এদের মধ্যে তিনজন বাস চালক হেলপার ও সিএনজি চালক। সড়কের নিরাপদ চলাচলের জন্যই জুলাই গণঅভ্যুত্থানের ক্যাম্পেনো লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে।এর আগে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।ভোরের আকাশ/এসএইচ
১৬ জুলাই ২০২৫ ০২:৫৫ পিএম
চিতলমারীতে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটের চিতলমারী উপজেলার ২০২৪-২৫অর্থ বছরে উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি পূর্নবাসন প্রণোদনা কর্মসূচীর আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ১৪০টি তাল গাছের চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা ইউএনও তাপস পালের সভাপতিত্বে এ চারা বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ বলেন, উপজেলা ৭টি ইউনিয়নে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি করে মোট ১৪০টি তাল গাছের চারা ও উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়, সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, মুক্ত বাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়, করাতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈলদাহ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, চরবানিয়ারী নেছারিয়া দাখিল মাদ্রাসা।ভোরের আকাশ/এসএইচ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের দায়িত্ব পালনকারী রোভার স্কাউট সদস্যদের বাংলাদেশ স্কাউট প্রদত্ত সনদপত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলা রোভার।মঙ্গলবার (২৪ শে জুন) দুপুর ১টায় সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উক্ত সনদপত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান মোঃ আবু নাসের। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও পিরোজপুর জেলা রোভার কমিশনার প্রফেসর শেখ রফিকুল ইসলাম।সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ও পিরোজপুর জেলা রোভার সহ-সভাপতি প্রফেসর পান্না লাল রায়। স্বাগত বক্তব্য রাখেন বাংলা প্রভাষক ও পিরোজপুর জেলা রোভার সম্পাদক মোঃ সানাউল্লাহ।প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মো: আবু নাসের বলেন, ‘জুলাই পরবর্তী সময়ে পুলিশ যখন ক্রান্তিকাল পার করছে তখন বাংলাদেশ স্কাউট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু পিরোজপুরই নয়, পুরো বাংলাদেশ তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে।’বাংলাদেশ স্কাউটস পিরোজপুর জেলা রোভার সিনিয়র সহ-সভাপতি সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রিন্সিপাল প্রফেসর পান্না লাল রায় বলেন,‘এই ছোট ছোট ছেলে-মেয়েরা দেশের বিশৃঙ্খলাপূর্ণ মূহুর্তে তারা যে গুরুদায়িত্ব পালন করেছে, তাই তাদের আন্তরিক ধন্যবাদ।’ভোরের আকাশ/জাআ
২৪ জুন ২০২৫ ০৫:৪৪ পিএম
নাজিরপুরে বিএনপি’র রাষ্ট্র কাঠামোর ৩১ দফার লিফলেট বিতরণ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।মঙ্গলবার (২৪ জুন) দুপুরে নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার গাওখালী বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।লিফলেট বিতরণ করেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান হাজরা টিপু, নাজিরপুর উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এস,এম সিপার, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমান শরীফ, কলার দোয়ানিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুর রহমান উজ্জ্বল, দেউলবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার সরওয়ার হোসেন, সদস্য সচিব আসাদুজ্জামান প্রমুখ।অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের জন্য যে ৩১ দফা দিয়েছেন, তা আগামী বাংলাদেশের রূপরেখা। এই বার্তা আমরা প্রতিটি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।তিনি আরও বলেন, এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।ভোরের আকাশ/জাআ