চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ০২:৫০ পিএম
ছবি: ভোরের আকাশ
মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
ক্যাডেট স্কুল এন্ড কলেজের সভাপতি দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবিরের সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম খন্দকার, থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাষ্টার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সবুজ খাঁনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তব্যে বক্তারা মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/মো.আ.