টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ০৪:৪০ পিএম
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩
টঙ্গীতে ঘর থেকে ডেকে নিয়ে কামরুজ্জামান জীবন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার দেলোয়ার মিয়ার ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকার জামালের দুই ছেলে শামসুদ্দিন ও পলাশ এবং একই এলাকার নমিরের ছেলে রনি।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় শামসুদ্দিন, পলাশ ও রনি কামরুজ্জামানকে বাসা থেকে ডেকে নিয়ে এলাকার কনফিডেন্স মডেল স্কুলের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামানকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/এসএইচ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১ সপ্তাহ আগে
আপডেট : ১ সপ্তাহ আগে
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩
টঙ্গীতে ঘর থেকে ডেকে নিয়ে কামরুজ্জামান জীবন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার দেলোয়ার মিয়ার ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকার জামালের দুই ছেলে শামসুদ্দিন ও পলাশ এবং একই এলাকার নমিরের ছেলে রনি।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় শামসুদ্দিন, পলাশ ও রনি কামরুজ্জামানকে বাসা থেকে ডেকে নিয়ে এলাকার কনফিডেন্স মডেল স্কুলের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামানকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/এসএইচ