বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৫ ০৯:৩০ পিএম
বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ ঊনআশি হাজার একশত টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, ছাতা, লোহার কুচি, বিভিন্ন প্রকার চকলেট, এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি|
শনিবার (১৭ মে) তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল ও কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি, বর্ণি বিশেষ ক্যাম্প এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালেয়ে এসব বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, ছাতা, লোহার কুচি, বিভিন্ন প্রকার চকলেট, এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল জোরদার করা হয়েছে। আটককৃত মালামালের মূল্য ৫,৭৯,১০০/-(পাঁচ লক্ষ ঊনআশি হাজার একশত) টাকা। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ভোরের আকাশ/এসআই