গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ১২:৪৯ পিএম
চাল কেলেঙ্কারিতে সুন্দরগঞ্জের চেয়ারম্যান বরখাস্ত
গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার্তদের জন্য বরাদ্দকৃত ৩ মেট্রিক টন চাল যথাসময়ে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে গুদামজাত করার অভিযোগে আলোচিত কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনজু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ ইউএনও রাজ কুমার বিশ্বাস।
এর আগে রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া মো. মনজু মিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত বছরের ১৬ জুলাই ইউএনও’র কার্যালয়ের ত্রাণ শাখা থেকে কাপাসিয়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে বিতরণের জন্য চেয়ারম্যানের অনুকূলে ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তিনি তা বিতরণ না করে ইউনিয়নের কছিম বাজার এলাকায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির গোডাউনে গুদামজাত করেন।
স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান মনজু মিয়া ওই চাল গোপনে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করেছিলেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাত আটটার দিকে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ১০০ বস্তা চাল উদ্ধার করে। গোডাউনটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয় এবং পরদিন ৯ সেপ্টেম্বর দুপুরে উদ্ধারকৃত চাল বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়। ঘটনার পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে উপজেলা প্রশাসন।
এতে বলা হয়, কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে স্থানীয় সরকার বিভাগ ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারার আলোকে মো. মনজু মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। আদেশে উল্লেখ করা হয়, চেয়ারম্যানের কার্যক্রম জনস্বার্থ এবং ইউনিয়ন পরিষদের দায়িত্ববোধের পরিপন্থী হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
ভোরের আকাশ/এসএইচ