সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ০৪:১৭ পিএম
ছবি: ভোরের আকাশ
চাঁদাবাজির মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।
লিখিত বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন, শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি একজন এমপি প্রার্থীর পক্ষ হয়ে তাঁর বিরুদ্ধে ‘উকিল নোটিশ ছাড়া’ আদালতে মামলা করেছেন। পরে বিষয়টি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রচার করে তাঁর ‘ইমেজ ক্ষুণ্ণের চেষ্টা’ করা হয়েছে। একই সঙ্গে তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আশুলিয়া থানায় অভিযোগও করা হয়। তবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, শফিকুল ইসলামের সঙ্গে তাঁর ব্যবসায়িক লেনদেন রয়েছে। মামলার বিষয়টি জানার পর সাক্ষী ও আইনজীবীসহ কয়েক দফা যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অপর পক্ষ কোনো সমাধানে আসেননি। বরং বিভিন্ন মাধ্যমে বারবার প্রচারণা চালিয়ে তাঁর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
আমিরুল ইসলাম খান আলিম বলেন, ব্যবসায়িক লেনদেনের সমাধান তাঁর উদ্দেশ্য নয়; উদ্দেশ্য হলো একজন প্রার্থীর পক্ষ হয়ে আমার ইমেজ ক্ষুণ্ণ করা। তিনি নানা ষড়যন্ত্রে লিপ্ত আছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইলে আমরাও প্রস্তুত। আর যেহেতু তিনি আইনের আশ্রয় নিয়েছেন, চাইলে বিষয়টি আইন অনুযায়ীই নিষ্পত্তি হবে।
তিনি আরও দাবি করেন, পাওনা টাকার বিষয়টি সমাধানে বারবার উদ্যোগ নিয়েও তিনি ব্যর্থ হয়েছেন। তাঁর ভাষায়, এটি পাওনা টাকার বিষয় নয়; আমার ইমেজ ক্ষুণ্ণ করাই তাঁর লক্ষ্য।
ভোরের আকাশ/মো.আ.