সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ০৩:০৫ পিএম
ছবি: ভোরের আকাশ
সিরাজগঞ্জ পৌর এলাকায় ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি অভিয়োগে সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান এতথ্য নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এনে তার বোন সম্পা খাতুন মামলা দায়ের করেছেন। এই মামলায় ছাত্রদল নেতা জুয়েল রানা কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রোববার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মিলন মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ৯ ডিসেম্বর রাতে জুয়েল শেখের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন স্কুল ছাত্রীর বড় বোন সম্পা খাতুন।
ছাত্রদল নেতা জুয়েল রানা সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লার মোঃ মোয়াজ্জেল শেখের ছেলে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল রানার সঙ্গে স্কুল ছাত্রীর প্রায় ১১ মাস পূর্বে ফেসবুকে পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে স্কুল ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরবর্তীতে স্কুল ছাত্রী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ছাত্রদল নেতা জানায় সে দলীয় পদ পাওয়ার পরে বিয়ে করবে। ইতিমধ্যে সে দলীয় পদ পাওয়ার পর মোবাইলে ফোনের ম্যাসেঞ্জারে দীর্ঘ ১১ সাসের বিভিন্ন ডকুমেন্স সমূহ ডিলেট করে দেয়।
পরবর্তীতে স্কুল ছাত্রী ছাত্রদল নেতাকে বিয়ের কথা জানালে সে বিয়ে করতে অস্বীকার করে। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় স্কুল ছাত্রী ছাত্রদল নেতার বাড়ীতে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন স্কুল ছাত্রীকে মারপিট করে বাড়ী থেকে বের করে দেয়। এবং হুমকী দেয় পুনরায় ছাত্রদল নেতার বাড়ীতে গেলে স্কুল ছাত্রীর জীবন শেষ করে দেবে।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল রানাকে গ্রেফতার দেখিয়ে আদালতের পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.