মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫ ০৮:২৮ পিএম
মেহেরপুর সীমান্তে ৭০৪ গ্রাম স্বর্ণসহ দুইজন আটক
মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে চারটি স্বর্ণ বার (৭০৪ গ্রাম)সহ কালাম (৪৪) ও আরজ আলী (৭০) কে আটক করেছে। বুধবার (১৪ মে) বিকালে ৬ বিজিবি চুয়াডাঙ্গা সেক্টরের বুড়িপোঁতা ক্যাম্পের টহল দল মেহেরপুর- বুড়িপোঁতা সড়কের শ্যানের মোড় নামক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
আটক কালাম বুড়িপোঁতা গ্রামের বর্ডারপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে ও আরজ আলী একই গ্রামের ঝড়ু মন্ডলের ছেলে।
বুধবার চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হাসান স্থানীয় সাংবাদিকদের প্রেসবিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। জব্দকৃত স্বর্ণের মূল্য ৯৪ লক্ষ ৮৮ হাজার টাকা প্রায়।
তিনি জানান, ভারতে পাচারের উদ্যেশ্যে মেহেরপুর থেকে স্বর্ণের বার নিয়ে সীমান্ত এলাকায় যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বুড়িপোঁতা ক্যাম্পের বুড়িপোঁতা বিওপি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মাসুদ হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ ওই স্থানে অবস্থান নেন। বাইসাইকেল যোগে দুজনকে যেতে দেখে তাদের সিগন্যাল দেন বিজিবি সদস্যরা। এসময় তারা বাইসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরে তাঁদের আটক করে শরীর তল্লাশি করে। একপর্যায়ে কালামের লুঙ্গির সাথে বাধা লাল কসটেপ মোড়ানো চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তাদের দুজনকে আটকের পাশাপাশি দুটি বাটন মোবাইল ফোন, তাদের ব্যবহৃত বাইসাইকেল ও ৭০৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণবার জব্দ করা হয়।
এঘটনায় বুড়িপোঁতা বিওপি ক্যাম্পের নায়েক মাসুদ হাওলাদার বাদি হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দিয়ে আসামিদের সোপর্দ করেছে।
ভোরের আকাশ/এসআই