নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০১:১০ এএম
মাহফুজ আলমকে বোতল নিক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানালেন হাসনাত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ঘটনাটিকে ‘উগ্র ও হঠকারী আচরণ’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “এ ধরনের বর্বরতা গণতান্ত্রিক চর্চাকে প্রশ্নবিদ্ধ করে।”
বুধবার (১৪ মে) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।
হাসনাত বলেন, “সমালোচনা করা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু শারীরিক লাঞ্ছনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকতে পারে না। মাহফুজ আলম একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে সমস্যা সমাধানে এসেছিলেন। তাকে লাঞ্ছিত করা অত্যন্ত অনভিপ্রেত।”
তিনি আরও বলেন, “মনে রাখা প্রয়োজন—আপনাদের প্রতিনিধিত্বের দাবিতেই তিনি আপনাদের সামনে এসেছেন। এ ধরনের আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। বরং গণতান্ত্রিক আন্দোলনের নৈতিক অবস্থানকেই দুর্বল করবে।”
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “মাহফুজ আলম আইনি পথে হাঁটবেন কি না, তা তার সিদ্ধান্ত। তবে আন্দোলনের নেতৃত্বের উচিত প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া।”
এছাড়া, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি নেতা। তিনি বলেন, “সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। তারা ছাত্র উপদেষ্টাদের সামনে ঠেলে দিয়ে নিজেদের দায়সারা ভাব দেখাচ্ছেন।”
বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শিক্ষার্থীদের বারবার আশ্বাস দেওয়া হলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারকে অবশ্যই এর ব্যাখ্যা দিতে হবে।”
ভোরের আকাশ//হ.র