বাসাইলে ‘নিষিদ্ধ’ আ.লীগের ২ নেতা গ্রেফতার
টাঙ্গাইলের বাসাইলে ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫মে) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে বুধবার (১৪ মে) রাত ১টার দিকে বাসাইল থানা ও টাঙ্গাইল থানা পুলিশের সমন্বয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার গিয়াস উদ্দিন বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরিফ আল রানা সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, অভিযানে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুুলিশ। গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় আইন শৃংখলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে (১৮ নং) একটি মামলা হয়। এ মামলায় অভিযুক্ত হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, গ্রেফতারের পর তাদেরকে থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
মাদারীপুর ও ঝিনাইদহে মাত্র ১২০ টাকা খরচে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৪১ জন প্রার্থী। আমাদের মাদারীপুর ও ঝিনাইদহ জেলা প্রতিনিধিদের পাঠানো খবর:মাদারীপুর: কোনো ধরনের তদবির ও ঘুষ ছাড়া কেবল শারীরিক ও মেধার যোগ্যতা ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে মাদারীপুরে ১৬ জন চাকরি প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।গত বুধবার মৌখিক পরীক্ষা শেষে সন্ধ্যায় পুলিশে নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল আবেদন পড়ে ২৭০টি (টিআরসি)/কনস্টেবল’ পদে। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪৫ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ভাইবায় উত্তীর্ণ হয়েছে ৩৫ জন। পরে যাচাই-বাছাই শেষে তাদের মধ্য থেকে ১৯ জন উত্তীর্ণ হয়। আপেক্ষামাণ রয়েছে ৩ জন। উত্তীর্ণদের ১৫ জন সাধারণ কোঠায় এবং একজন মেয়ে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন। ১৬ জনই দিনমজুর ও অটো চালকের ছেলেমেয়ে বলে জানা গেছে। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেনসহ মাদারীপুর জেলার পুলিশের সকল কর্মকর্তা।নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং সভায় পুলিশ সুপার বলেন, ‘শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা সকলে এই জায়গায় এসেছেন। আপনারা সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এতে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।’ নিয়োগ প্রাপ্তদেরকে পুলিশ সুপার ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় প্রতিক্রিয়া জানাতে কয়েকজন নবাগত পুলিশ সদস্য আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।ঝিনাইদহ: মাত্র ১২০ টাকায় ২৫ জন পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ঝিনাইদহে। গত বুধবার রাতে ঝিনাইদহ পুলিশ লাইনের কার্যালয়ে উত্তীর্ণ প্রার্থীদের একে একে চূড়ান্ত নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ। এসময় আরো ৫ প্রার্থীকে ওয়েটিং লিস্টে রাখা হয়। এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণদের আত্মীয়-স্বজনরা আনন্দে কান্নায় ভেঙে পড়েন।জানা যায়, এর আগে গত ৪ এপ্রিল পুলিশের যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। সে সময় মোট আবেদন করেন ১,৭৪১ জন। এরপর চলতি মাসের ৪ মে লিখিত পরীক্ষায় অংশ নেয় ২৬৯ জন। তার মধ্যে ৬৯ জন উত্তীর্ণ হওয়ার পর বুধবার ভাইবার মধ্য দিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন ঝিনাইদহ শহরের গুলশান পাড়ার আকাশ দাস। চাকরির খবর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া গ্রামের শিমলা হালদার। তার পিতা অশোক হালদার বলেন, কোনো ঘুষ কিংবা তদবির ছাড়াই আমার মেয়ের চাকরি হয়েছে।পুরো প্রক্রিয়ায় প্রথম হওয়া আকাশ দাস বলেন, মাত্র ১২০ টাকায় চাকরি পাবো তা কোনো দিনও ভাবিনি। আমার পিতা একজন ভ্যানচালক। অত্যন্ত কঠিন পরিশ্রম করে আমাদের তিনি মানুষ করেছেন। তবে একসময় ভাবতাম ভিন্ন কোনো পেশায় যেতে হবে। কারণ, সরকারি চাকরি মানেই তদবির, ঘুষ, যা আমার পুলিশের এই চাকরিতে কোনোটাই লাগেনি।জেলা পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ জানান, সম্পূর্ণ নিয়ম মেনে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। তিনি উত্তীর্ণদের জন্য শুভকামনা জানান।তিনি আরও জানান, পুলিশে নিয়োগ নিয়ে প্রথম থেকেই কঠিন স্বচ্ছতার সঙ্গে ধাপে ধাপে এগিয়েছে তারা।ভোরের আকাশ/এসএইচ
ঝালকাঠিতে ওয়ালটন প্লাজার শাখা উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এতে ডায়াবেটিস, ব্লাড, প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় ওয়ালটন প্লাজার শাখা (স্টেশন রোড,সদর চৌমাথা) প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। চিকিৎসাসেবা দেন ঝালকাঠি সদর হাসপাতালে সহকারী সার্জন ডাঃ মাহমুদুর রহমান এবং তার সহকারী আমিনুল হক।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশন-০৮ পিরোজপুর এরিয়ার ঝালকাঠি শাখার ব্যবস্থাপক মোঃ ইয়ামিন আহম্মেদ, ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য মোঃ উজ্জ্বল রহমানসহ আরো অনেকে।স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি পণ্য প্রদর্শনী ও কিন্তি মেলারও আয়োজন করা হয়েছে। এতে ওয়ালটনের গ্রাহকসহ সাধারণ মানুষদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তারা এসব সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।চিকিৎসাসেবা নিতে আসা সজল মোল্লা শিউলি খাতুন, শাহিদা আক্তার, রেজাউল করিম, প্রমুখ বলেন, ওয়ালটন প্লাজার শাখা উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা পেয়েছি। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ওয়ালটন পরিবারের কাছে। এমন উদ্যোগ যেন অব্যাহত থাকে, কর্তৃপক্ষের কাছে এটা আমাদের প্রত্যাশা। আমাদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ওয়ালটন প্লাজার ঝালকাঠি শাখা।দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছে ঝালকাঠি ওয়ালটন প্লাজার কর্মকর্তারা। ভোরের আকাশ/এসআই
গাইবান্ধার পলাশবাড়ীতে ওয়ারেন্টভূক্ত ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. ফরহাদকে (৪১) গ্রেফতার করেছে র্যাব।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুঠিমারি চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরহাদ ওই ইউনিয়নের কাজিরবাজার এলাকার মৃত খয়বর রহমানের ছেলে। তিনি রাজধানী ঢাকার শ্যামপুর থানায় হওয়া মামলার সাজাপ্রাপ্ত আসামী।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৪ মে বুধবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুঠিমারি চৌরাস্তা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাজাপ্রাপ্ত ফরহাদকে গ্রেফতার করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফরহাদ রাজধানী ঢাকার শ্যামপুর থানায় হওয়া মামলায় সাজাপ্রাপ্ত আসামী। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া এস.ইউপি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. মিজানুর রহমান (৩৫) ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার দেউলাবাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ধনবাড়ি উপজেলার কলহকুড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতি দিনের ন্যায় বৃহস্পতিবার সকালে মোটর সাইকেল নিয়ে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনার পথে দেউলাবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।ধলাপাড়া এস.ইউ.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুসলিম উদ্দিন জানান, তিনি একজন ভালো মনের মানুষ ও দক্ষ শিক্ষক ছিলেন । তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্ত করা হয়েছে। ভোরের আকাশ/এসআই