বাদাম চাষে ঝুঁকছেন কৃষকেরা

বাদাম চাষে ঝুঁকছেন কৃষকেরা

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ : ৭ ঘন্টা আগে

আপডেট : ৭ ঘন্টা আগে

বাদাম চাষে ঝুঁকছেন কৃষকেরা

বাদাম চাষে ঝুঁকছেন কৃষকেরা

নেত্রকোণার দুর্গাপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় বাদাম চাষে ঝুঁকছেন উপজেলার কৃষকেরা। উপজেলায় দুইটি মৌসুমে বাদাম চাষ করা হয়।

কৃষি বিভাগ বলছে, পুরো উপজেলার ২৫ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। সবচেয়ে বেশি চাষ করা হয়েছে গাঁওকান্দিয়া ইউনিয়নে। ফলন হয়েছে সন্তোষজনক। বালু মাটি বাদাম চাষের উপযোগী হওয়া ও এতে ধানের ফলন ভালো না হওয়ায় বাদাম চাষ করছেন কৃষকরা।

সরেজমিন গাঁওকান্দিয়া ইউনিয়নের ফসলের মাঠে দেখা যায়, বিস্তীর্ণ বাদাম ক্ষেত। বাতাসে দোল খাচ্ছে বাতাম গাছের সবুজ পাতা। সূর্যের তাপ উপেক্ষা করে বাদাম ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

এ সময় কথা হয় শংকরপুর গ্রামের কৃষক মো. নূর মোহাম্মদের সঙ্গে। তিনি প্রায় ৩০ বছর ধরে বাদামের চাষ করে আসছেন। চার একর জমিতে লাখ টাকা খরচ করে বাদাম চাষ করেছেন। তাতে কয়েকগুণ লাভের আশা করছেন তিনি।

কৃষক নূর মোহাম্মদ বলেন, আমাদের এখানে ধানের ফলন ভালো হয় না। কিন্তু বাদামের ফলন ভালো হয়। আমার ক্ষেতের বাদাম ১৫-২০ দিনের মধ্যে তুলে বাজারজাত করব। আশা করছি, আগের থেকে অনেক বেশি লাভ হবে।

একই গ্রামের বাদাম চাষি আব্দুল মান্নান। তিনিও ২০ বছর ধরে বাদাম চাষ করেছেন। তার দেড় একর জমিতে বাদামের বাম্পার ফলন হয়েছে। এ জন্য তিনিও খুশি। তবে সেচের সুযোগ-সুবিধা বাড়লে আরো বেশি চাষাবাদ করা সম্ভব হবে বলে জানান তিনি।

দুর্গাপুর উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস বলেন, বাদাম লাভজনক আবাদ। অন্যান্য বারের চেয়েও এবার ফলন ভালো হয়েছে। এ বছর বাদাম বিক্রি করে কৃষকরা তাদের খরচ মিটিয়েও প্রায় ৫০ লাখ টাকা লাভবান হবেন আশা করছি।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

প্রবাসী পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় আহত ২

প্রবাসী পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় আহত ২

পিরোজপুরে বাল্যবিয়ে পণ্ড: বরের বাবাকে কারাদণ্ড

পিরোজপুরে বাল্যবিয়ে পণ্ড: বরের বাবাকে কারাদণ্ড

নাসিরনগরে মাদকসহ গ্রেপ্তার ২

নাসিরনগরে মাদকসহ গ্রেপ্তার ২

মন্তব্য করুন