ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ১০:০৪ পিএম
ছবি: ভোরের আকাশ
‘মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে’ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেছেন, দেশের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী বক্তব্যে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির 'জুলাই পদযাত্রা'র ২৪তম দিনের কর্মসূচির অংশ হিসেবে শহরের রেলগেইট এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। পরে শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে সমাবেশে বক্তৃতা দেন দলের কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, 'আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, মাইলস্টোন স্কুলের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আবার সংগঠিত হচ্ছে। রাস্তায় বের হলে বাসে চাপা পড়ে মানুষ মরছে, হাসপাতালে গেলে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। দেশে স্বাভাবিক মৃত্যুরও কোনো নিশ্চয়তা নেই।'
তিনি আরও বলেন, 'আমরা একটি পুনর্গঠিত রাষ্ট্রব্যবস্থা চেয়েছিলাম। অথচ যারা দক্ষ, যোগ্য, অভিজ্ঞ- তাদেরকে বাদ দিয়ে সরকার পরিচালনা করা হচ্ছে অযোগ্যদের দিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে যেভাবে অদক্ষতা চলছে, তা জনগণের সঙ্গে বড় রকমের অন্যায়।'
পদযাত্রায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি প্রমুখ।
এদিকে, বুধবার (২৩ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, 'দেশে একটি নতুন সংবিধান প্রয়োজন, যা হবে জনগণের ইচ্ছার প্রতিফলন। বর্তমান সংবিধান যতদিন থাকবে, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ফেরার সুযোগ খুঁজবে।'
তিনি আরও বলেন, 'মাইলস্টোন স্কুলের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামলে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিতে রাজপথে নামে। অথচ আমরা গোপালগঞ্জে গেলে আমাদের ওপর হামলা হয়।'
ভোরের আকাশ/জাআ