× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পে বদলে যাচ্ছে চরফ্যাশনের গ্রামীণ জনপদ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ০১:৪৩ পিএম

ছবি: ভোরের আকাশ

ছবি: ভোরের আকাশ

ভোলার চরফ্যাশনে টিআর, কাবিখা ও কাবিটার মাধ্যমে গ্রামীণ জনপদের অভূতপূর্ব উন্নয়নের পাল্টে গেছে গ্রামীণ জনপদের চিত্র।  উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ববধায়নে গ্রামীণজনপদে কাঁচা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও মেরামত ভরাটসহ নানা উন্নয়ন কর্মকান্ডের সুফলে গ্রামীণ জনপদের আধুনিকতার ছোয়া লেগেছে।  যার সুফল এখন গ্রামের সাধারণ মানুষ ভোগ করছে।

প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানাগেছে, চরফ্যাশন উপজেলার ২১ ইউনিয়নে গ্রামীণ জনপদের উন্নয়নের জন্য চলতি অর্থবছরে ১৫৯টি ছোট ছোট প্রকল্পের মাধ্যমে টিআরের ২ কোটি ৬৮ লাখ, কাবিখার অনুকূলে ২৫৫ মেঃ টন গম ও কাবিটা প্রকল্পের আওয়াতায় ৩ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ হয়।  ওই বরাদ্দের কাজ মার্চ মাস থেকে কার্যক্রম শুরু হয়।  বিন্তু বৈরি আবহাওয়া ও অতি বৃষ্টিপ্রাতের কারণে প্রায় সব প্রকল্পের কাছের সমাপ্ত হলেও বিচ্ছিন্ন কিছু প্রকল্পে নিদিষ্ট সময় কাজ শুরু করা হয়।  বৈরি আবহাওয়ার করণে কিছু মাটির কাজের আংশিক সম্পন্ন করা হলেও কিছু কাজের বিঘ্ন হয়।  ইতিমধ্যেই ওইসব কাজগুলো সম্পন্ন করার কাজ চলমান রয়েছে।  নির্ধারিত সময়ের মধ্যে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরেজমিন উপজেলার একাধিক প্রকল্পে ঘুরে দেখা যায়, চরফ্যাশনের অবহেলিত জনপদে মানুষের যোগাযোগের জন্য চরফ্যাশন উপজেলা জুড়ে গড়ে উঠেছে সড়ক।  যা বিগত সরকারের সময় ছিঁটেফোঁটা কাজ না হলেও সরকার পতনের পর চরফ্যাশন উপজেলার ২১ ইউনিয়নে টিআর, কাবিখা ও কাবিটা জন্য বরাদ্দকৃত কাজ সফলভাবে সম্পন্ন হয়।  গ্রামগঞ্জের অবহেলিত কাঁচা সড়ক গুলো নির্মাণের ফলে নিত্যদূর্ভোগের লাগব হয়েছে।  এতে দূর্দশা থেকে মুক্তি পেয়েছে চরফ্যাশন উপজেলার ২১ ইউনিয়নের হাজার হাজার মানুষ।

হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজল ইসলাম জানান, ওই ইউনিয়নের সিকদারের দোকান থেকে প্রায় দুই কিলো মিটারের এই কাঁচা সড়কটি ছিলো দুই গ্রামের মানুষের গলার কাঁটা।  সরকারের পর সরকার এলেও ছিঁটেফোঁটা কাজ হয়নি এই সড়কের।  বর্ষায় হাঁটু পানি বয়ে স্কুলে যেতে দুর্ভোগে ছিলেন শিক্ষার্থীরাসহ দুই গ্রামের প্রায় ৪ হাজার মানুষ।  কিন্তু বর্তমান সময়ে গ্রামীণ জন উন্নয়নের বরাদ্দ থেকে সড়কটি নির্মাণ করে দেয়ার কারণে দূর্ভোগ কেটেছে মানুষের।  এতে সড়কটি নির্মাণের ফলে যাতায়াতের সুফল ভোগ করছে সাধারণ মানুষ।

রসুলপুর ইউনিয়নের মালেক ডুবাই জানান, ওই ইউনিয়নের ৬ নম্বর মসজিদের মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলের একমাত্র সড়কটি দির্ঘ ৪০ বছরেও কোন মাটির ছোঁয়া লাগেনি।  কিন্তু বিগত বছর গুলোতে চেয়ারম্যান মেম্বারদের কাছে ধরণা ধরেও কোন প্রতিকার মেলেনি।  কিন্ত চলতি বছরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করলে তিনি এই সড়কটির জন্য বরাদ্দ দেন।  সেই বরাদ্দ দিয়ে সড়কটি নির্মাণ করে দিয়ে দুই গ্রামের মানুষের দূরদর্শা লাগব হয়েছে।

এওয়াজপুর ইউনিয়নের শিক্ষার্থী তানহা জানান, সড়কে হাঁটু পানির কারণে বর্ষার মৌসুমে স্কুলে যেতে পারিনি।  সড়কে বর্ষায় হাঁটু পানি দিয়ে স্কুলে যেতে প্রায় সময় বই খাতা ও জামা কাপড় ভিঁজে যেতো।  কিন্তু এবছরে রাস্তাটি নির্মাণ করায় এখন আর স্কুলে যেতে কোন কষ্ট হয় না।  এখন তিনি নিয়মিত স্কুলে যাচ্ছেন।

রসুলপুর ইউনিয়নের পশ্চিম ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম জানান, এই বিদ্যালয়টি ঢালচরের নদী ভাঙ্গন কবলিত এলাকা থেকে রসুলপুর ইউনিয়নের স্থানান্তর করা হয়েছে।  তার বিদ্যালয়ে প্রায় ১২০ জন শিক্ষার্থী রয়েছে।  কিন্তু বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকার কারণে খেলাধুলা বঞ্চিত হতো শিক্ষার্থীরা।  বিদ্যালয়ের ঘর বর্ষার মৌসুমে পানি পড়ার কারণে লেখা পড়ায় বিঘ্ন হতো।  কিন্তু এবছরে সরকারী বরাদ্দ দিয়ে বিদ্যালয়ের মাঠ ভরাট ও ঘরটি সংস্কার করে দেয়ায় এখন শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের কষ্ট লাগব হয়েছে।

জিন্নাগড় তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, তার ওয়ার্ডে তিনটি প্রকল্পের কাজের তদারকি কর্মকর্তা ছিলেন।  তার ইউনিয়নের অবহেলিত তিনটি কাঁচা রাস্তা নির্মাণ করে দেয়া হয়েছে। গুণগত মান নিশ্চিত করে কাজগুলো সম্পন্ন করায় ওই গ্রামের মানুষের দূর্ভোগ কেটেছে।  এতে গ্রামের মানুষ চলাচলের সুবিধা ভোগ করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম. ওয়ালিউল ইসলাম বলেন, কাবিখা, কাবিটা ও টিআর এই তিনি প্রকল্পের সকল কাজগুলো যেনো স্বচ্ছতার সাথে হয় তাই প্রতিদিন উপজেলা প্রশাসন সহ আমি তদারকি করছি।  বর্ষার কারণে অনেক স্থানে কাজ আংশিক বন্ধ রয়েছে।  সেসব কাজ গুলো এখন চলমান রয়েছে।  কাজের কোন অনিয়মের কোন সুযোগ নেই।  প্রতিটি কাজ যেনো স্বচ্ছতার সাথে হয় তাই তারা প্রতিদিন নিয়মিত তদারকি করে যাচ্ছেন।  সঠিকভাবে কাজ বুঝে নিয়ে সিভিসিদের অর্থ ছাড় দেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসনা শারমিন মিথি জানান, সকল সিভিসিদের (ইউপি সদস্য) পরিস্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।  প্রকল্পের কাজে যাতে কোন প্রকার অনিয়ম না করা হয়।  যদি অনিয়ম হয় তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।  এছাড়া আমি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়কটি প্রকল্প পরিদর্শন করে আসছি সবকটিতে ভালো মানের কাজ হয়েছে।  আশা করি বাকি গুলোতেও ভালো হবে।

তিনি আরও জানান, দূর্যোগপূর্ন আবহাওয়া ও তীব্র বৃষ্টির কারণে অনেক স্থানে কিছু কাজ আংশিক সম্পন্ন হলেও একেবারে সম্পন্ন হয়নি।  সেসব কাজগুলো এখন চলমান রয়েছে।  সম্প্রতি সময়ে কিছু মানুষ সামাজিক যোগযোগ মাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে।  আমি এসব মহলকে আহবান করবো যাতে তারা সরেজমিনে গিয়ে কাজগুলো দেখে আসেন।  প্রকল্পের একটি টাকাও যেন অপচয় না হয় এবং সবকিছুই জনগণের স্বার্থে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয় সেজন্য আমি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি।

ভোরের আকাশ/জাআ

  • শেয়ার করুন-
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে: এডভোকেট সিদ্দিক উল্লাহ

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে: এডভোকেট সিদ্দিক উল্লাহ

চরফ্যাশনে ইয়াবাসহ যুবক গ্রেফতার

চরফ্যাশনে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বিএনপির পক্ষ থেকে বিধবাকে নতুন ঘর উপহার

বিএনপির পক্ষ থেকে বিধবাকে নতুন ঘর উপহার

আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে দেশের স্বাধীনতা কেড়ে নিয়েছে: নাজিম উদ্দিন আলম

আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে দেশের স্বাধীনতা কেড়ে নিয়েছে: নাজিম উদ্দিন আলম

চরফ্যাশনে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

চরফ্যাশনে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

 এশিয়া কাপে এক ম্যাচে ১৭ ব্যাটারের মধ্যে ১৫ জনই ক্যাচ আউট!

এশিয়া কাপে এক ম্যাচে ১৭ ব্যাটারের মধ্যে ১৫ জনই ক্যাচ আউট!

 উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা

 ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

 ‎চিতলমারী দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

‎চিতলমারী দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

সংশ্লিষ্ট

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

‎চিতলমারী দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

‎চিতলমারী দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আরেকটি স্বৈরাচারীর জন্ম নেবে

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আরেকটি স্বৈরাচারীর জন্ম নেবে

বামনায় নির্বাচনী গণসংযোগ কর্নেল হারুনুর রশিদ খানের

বামনায় নির্বাচনী গণসংযোগ কর্নেল হারুনুর রশিদ খানের