টাঙ্গাইল-বরংগাইল মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবি
টাঙ্গাইল-বরংগাইল মহাসড়কে মীরের বেতকা এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ বুধবার সকালে মীরের বেতকা এলাকাবাসীর উদ্যোগে মীরের বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন রাস্তায় উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীরের বেতকা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি কাজী আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক কাজী মো. হাফিজুর রহমান, প্রফেসর আব্দুল মোমেন তালুকদার, কাজী বজলুর রহমান এবং মীরের বেতকা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও মীরের বেতকা এবং আশেপাশের এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মীরের বেতকা গ্রামের উপর দিয়ে টাঙ্গাইল-বরংগাইল মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। এ গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও একটি মহিলা মাদ্রাসা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই অবস্থিত একটি বাজার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় এক হাজারের অধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে।
প্রতিষ্ঠানের নিকট দিয়ে বরাবর চলে গেছে টাঙ্গাইল বরংগাইল মহাসড়ক। এলাকার আধিকাংশ লোকজন রাস্তার বিপরীত পাশে বসবাস করে। প্রতিদিন কয়েকটি গ্রামের অধিকাংশ লোকজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং তাদের সন্তানদের লেখাপড়ার স্বার্থে ও নিত্য প্রয়োজনীয় কেনা কাটার জন্য বাজারে আসা যাওয়া করতে হয়। অনিয়ন্ত্রনভাবে গাড়ী চলাচলের কারণে বর্তমানে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার আশংকা জনক বেড়ে যাওয়ায় এলাকাবাসী চরম উদ্বেগ প্রকাশ করেন এবং একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানান।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
গাজীপুরের কোনাবাড়ীতে সাংবাদিকদের আয়োজনে এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ মে) সকালে কোনাবাড়ী এলাকার কাচ্চি বাড়ি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। সভায় বক্তারা সুন্দর সমাজ গঠনে সাংবাদিক, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার বলেন, “দেশ ও জাতির প্রয়োজনে বিএনপি সব সময় সাংবাদিক ও প্রশাসনের পাশে থাকবে। রাজনীতি, সাংবাদিকতা ও প্রশাসন -এই তিনটি শক্তি এক হয়ে কাজ করলে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন তার বক্তব্যে বলেন, “জনসেবার লক্ষ্যে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। সাংবাদিকরা পুলিশ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।সাংবাদিক নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, “সাংবাদিকরা দেশ ও জনগণের কল্যাণে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে অবদান রেখে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু ভুয়া সাংবাদিক ও অনির্ভরযোগ্য অনলাইন পোর্টাল এই পেশাকে কলুষিত করছে। একটি স্মার্টফোন হাতে নিয়েই কেউ কেউ সাংবাদিকতার নামে অপকর্মে জড়িয়ে পড়ছে, এতে মূলধারার সাংবাদিক সমাজ হেয়প্রতিপন্ন হচ্ছে।তারা আরো বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও পেশাদার ক্ষেত্র, এখানে শৃঙ্খলা ও নীতিমালার প্রয়োজন রয়েছে। ভুয়া সাংবাদিকদের প্রতিরোধে প্রশাসন, রাজনৈতিক দল ও মূলধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন দরকার।সভায় আরো বক্তব্য রাখেন- কোনাবাড়ী থানা বিএনপি'র সভাপতি মোঃ ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক বাবুল, দৈনিক জনকণ্ঠ পত্রিকা গাজীপুর প্রতিনিধি ও গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ টিটু, এটিএন বাংলার ও এটিএন নিউজের গাজীপুর স্টাফ রির্পোটার মোঃ মাজহারুল ইসলাম মাসুম, দৈনিক ইত্তেফাক পত্রিকার গাজীপুর প্রতিনিধি মুজিবর রহমান, বৈশাখী টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি খায়রুল ইসলাম, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক দিনকাল পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, চ্যানেল টুয়েন্টি ফোরের গাজীপুর স্টাফ রির্পোটার মোঃ রফিকুল ইসলাম, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা, দিপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক ভোরের আকাশ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধিগাজীপুর জেলা প্রতিনিধিমোঃ জিল্লুর রহমান, জিল্লুর রহমান, সময়ের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি মিল্টন খন্দকার, যমুনা টেলিভিশনের গাজীপুর স্টাফ রির্পোটার মোঃ পশাল মিয়া, ডিবিসি নিউজের গাজীপুর স্টাফ রির্পোটার মাহমুদা শিকদার, বাংলা টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।ভোরের আকাশ/এসএইচ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনা রোধ ও দূর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক চালকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার সচেতন ছাত্র-যুবসমাজ ও স্থানীয় নাগরিকরা।বুধবার (১৪ মে) সকাল ১১টায় দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নের দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, দিনাজপুর-দশমাইল সড়কের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। তারা দূর্ঘটনায় জড়িত চালকদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। গত ৫ মে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দিনাজপুর চাঁদগঞ্জ কলেজের ইংরেজির সিনিয়র প্রভাষক মাহবুবুল হক হেলালের স্ত্রী ফারজানা সুলতানা লিপি (৪৫) নিহত হন। এ ঘটনার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জল, চাঁদগঞ্জ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, নিহত ফারজানার স্বামী মাহবুবুল হক হেলাল, সমাজসেবক আল মামুন বিপ্লব প্রমুখ।বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, যদি দাবি পূরণ না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা অংশ নেন।ভোরের আকাশ/এসআই
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে সিরাজগঞ্জে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল এবং সহযোগী অঙ্গসংগঠনগুলো।বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের উদ্যেগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাসানী মিলনায়তন চত্বরে এসে শেষ হয়।জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, সাম্যের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। যাঁরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস বলেন, সাম্য ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী ও আদর্শবাদী ছাত্রদল নেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসাইন সবুজ, সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সাংগঠনিক সম্পাদক রিফাত রহমান সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সিরাজগঞ্জ সরকারী কলেজ ছাত্রধল নেতা জহুরুল ইসলাম , জুয়েল রানা প্রমুখ।মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।ভোরের আকাশ/এসএইচ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে পিটুনি খেয়ে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে।বুধবার (১৪ মে) সকাল ১০ টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল মজিদ পলুপাড়া গ্রামের ফসির আকন্দের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের নদীর চরের কিছু আবাদি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকাল ১০ টার দিকে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে পিটুনি খেয়ে আব্দুল মজিদ (৬৫), আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দ (৫০) আলমগীর হোসেনসহ (৪৫) উভয়পক্ষের অন্তত: ১০ জন আহত হন।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত্যু ঘোষণা করেন।এছাড়া গুরুতর আহত একই গ্রামের আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দকে (৫০ আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজীমেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী আহতরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল আহমেদ বলেন, সংঘর্ষের ঘটনায় আব্দুল মজিদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে। ভোরের আকাশ/এসআই