× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইল কৃষি ও কারিগরি কলেজ

অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১০:২৬ এএম

ছবি : ভোরের আকাশ

ছবি : ভোরের আকাশ

নড়াইল সদর উপজেলার ইচড়বাহার নড়াইল কৃষি ও কারিগরি কলেজের ব্যবস্থাপনায় নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক,একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৯ সালে এমপিওভুক্ত হয়। শুরু থেকে নড়াইল কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়ম না মেনে দায়িত্ব নেন নড়াইল আব্দুল হাই সিটি কলেজের সহকারী অধ্যাপক সসীম সরকার।

তিনি সিটি কলেজে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি একাই এমপিওভুক্ত এই কলেজের প্রশাসন ও সোনালি ব্যাংকের রূপগঞ্জ শাখায় থাকা কলেজের হিসাব পরিচালনা করে আসছেন। যা শিক্ষা মন্ত্রণালয়ের বিধিবিধানের পরিপন্থি।

এরপর কলেজ পরিচালনা কমিটির একটি রেজুলেশনের মাধ্যমে অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমেশ বিশ্বাসকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করেন। অথচ শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী তিনি এই পদের যোগ্য নন এবং তার কোনো নিয়োগপত্রও নেই।

অভিযোগে আরও উল্লেখ করা হয়,এমপিওভুক্ত হওয়ার পূর্বে কলেজটি পরিচালিত হতো নামমাত্র একটি ফাউন্ডেশনের মাধ্যমে। যার ফলে ফাউন্ডেশনের সভাপতি ভগীরথ বিশ্বাস ও সিটি কলেজের শিক্ষক সসীম সরকার কলেজটি নিজেদের ইচ্ছামতো ও অবৈধ নিয়োগ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। অধ্যক্ষ নিয়োগসহ অন্যান্য নিয়োগ নিয়ে নানা ধরনের স্বেচ্ছাচারিতার রয়েছে। 

এসব ইচ্ছামতো কলেজে কখনোই ছাত্র-ছাত্রী বাড়েনি, এমনকি নানাভাবে বাইরে থেকে ছাত্র দেখিয়ে বিভিন্ন প্রোগ্রাম বা পরিদর্শন করানো হয়। প্রকৃত ছাত্র-ছাত্রী অনেক কম,সর্বশেষ শিক্ষার্থী ছিল ৪সেমিষ্টার মিলিয়ে ৮৭ জন।  

এছাড়া কলেজের জরুরি নথিপত্র-রেজুলেশনসহ সবকিছু সসীম সরকারের বাড়িতে থাকে। সেখান থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। সম্পূর্ণ অনিয়মের মাধ্যমে ফাউন্ডেশনের নামে চলছে কলেজটি।ফাউন্ডেশনের নামে কলেজ পরিচালনা হওয়ায় সরকারিভাবে কোন ভবন নির্মাণ করা হয়নি। এই ফাউন্ডেশন বাতিল করে কলেজটির উন্নয়নের সব ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর।

নড়াইল কৃষি ও কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেশ চন্দ্র বিশ্বাস বলেন,আমাকে কমিটি রেজুলেশন করে নিয়োগ দিয়েছেন। আমার কোন নিয়োগপত্র নেই। কলেজ পরিচালনার জন্য আমি কাজ করছি। সোনালি ব্যাংক হিসাব আগে সসীম বাবুর নিকট ছিল এখন আমার নামে করা হয়েছে।

এবিষয়ে জানতে আব্দুল হাই সিটি কলেজের সহকারী অধ্যাপক সসীম সরকার বলেন,আমি ২০০৫ সালে স্থানীয়দের নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেছি। এটাই আমার আত্মতৃপ্তি। বর্তমানে আমি কলেজের কোন কর্মকাণ্ডের মধ্যে নেই। আমার নামে যে অভিযোগ দেওয়া হয়েছে, সেটি যেহেতু তদন্তাধীন বিষয় সেহেতু এ বিষয়ে কোন কথা বলব না।

কৃষি ও কারিগরি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ভগীরত চন্দ্র বিশ্বাস বলেন,অধ্যক্ষ না থাকার কারণে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রমেশ বাবুকে আমরা দায়িত্ব দিয়েছি। কলেজের ভবন জরাজীর্ণ হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র সসীম বাবুর বাড়ি রাখা হয়। সসীম বাবু কলেজের একজন প্রতিষ্ঠাতা সদস্য।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)আহসান মাহমুদ রাসেল বলেন,নড়াইল কৃষি ও কারিগরি কলেজের নানা অনিয়মের একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলমান থাকায় আজ  তাদের অফিস ডাকা হয়েছে। 

ভোরের আকাশ/মো.আ.
 

  • শেয়ার করুন-
নড়াইলে ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ সদস্যসহ নিহত ৩

নড়াইলে ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ সদস্যসহ নিহত ৩

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস

নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে দর্শনার্থীদের ভিড়

নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে দর্শনার্থীদের ভিড়

অপারেশন থিয়েটারে অচেতন রোগীর সঙ্গে নার্সের টিকটক, ভাইরাল ভিডিও

অপারেশন থিয়েটারে অচেতন রোগীর সঙ্গে নার্সের টিকটক, ভাইরাল ভিডিও

শসা চাষে ভাগ্য বদলাচ্ছে হাড়িডাঙ্গা বিলের হাজারো পরিবার

শসা চাষে ভাগ্য বদলাচ্ছে হাড়িডাঙ্গা বিলের হাজারো পরিবার

 সন্ধ্যায় ভারতের বিপক্ষে ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ

সন্ধ্যায় ভারতের বিপক্ষে ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ

সংশ্লিষ্ট

লোকে লোকারণ্য সমুদ্র সৈকত কক্সবাজার

লোকে লোকারণ্য সমুদ্র সৈকত কক্সবাজার

চিতলমারীতে শতাধিক প্রতিমার প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা  ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা

চিতলমারীতে শতাধিক প্রতিমার প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা

কাপাসিয়ায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

কাপাসিয়ায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

মঠবাড়িয়ায় হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মঠবাড়িয়ায় হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন