চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৫ এএম
ছবি: ভোরের আকাশ
শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি এখন মাঠে সরব। তারা বিভিন্ন মন্দির ঘুরে দেখছেন এবং সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নির্ভয়ে ব্যাপক আয়োজনে পূজা করার আহ্বান জানাচ্ছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৭টায় চিতলমারীর পঞ্চপল্লী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্যামা মন্দির ও শক্তি উপাসনালয়ে এবং রাত ৯টায় চরবানিয়ারী পশ্চিমপাড়া চন্ডিভিটায় পৃথকভাবে আয়োজিত দেড় ও দুই শতাধিক প্রতিমার বিগ্রহ নির্মাণ কাজের প্রস্তুতি পরিদর্শন করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা।
প্রথমে তিনি পঞ্চপল্লী পাঁচপাড়া মন্দিরে এবং পরে রাত ৯টায় চরবানিয়ারী পশ্চিমপাড়া চন্ডিভিটায় পরিদর্শন করেন। পঞ্চপল্লী মন্দিরে এটাই প্রথম এতো সংখ্যক প্রতিমা বিগ্রহে আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন—চিতলমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সুভাষ বালা শুভ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জহরলাল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা শ্রীশ্রী দুর্গা থেকে শুরু করে ওড়াকান্দির শ্রী হরি গুরুচাঁদ ঠাকুর পর্যন্ত বিভিন্ন দেব-দেবী ও সাধকের প্রতিমা বিগ্রহের কাজ পরিদর্শন করেন।
এসময় পঞ্চপল্লী মন্দির কমিটির সভাপতি প্রভাষক গৌতম কুমার মণ্ডল এবং চরবানিয়ারী পশ্চিমপাড়া চন্ডিভিটায় মন্দির কমিটির উপদেষ্টা মোংলা বন্দর পরিচালক ও যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ অতিথিদের শ্রীদুর্গা, ব্রহ্মা, বিষ্ণু, শিব, শ্রীরাম, রাধাকৃষ্ণ, মা মনসা, মা কালী, দশ অবতারসহ বিভিন্ন প্রতিমার সাথে পরিচয় করিয়ে দেন। রাজনৈতিক নেতৃবৃন্দ দক্ষ কারিগরের মাটির ভাস্কর্য দেখে অভিভূত হন।
পরে তারা মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, কেন্দ্রীয় হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, বিএনপি নেতা এ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সুভাষ বালা শুভ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জহরলাল সরকার প্রমুখ।
মন্দির কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন—চরবানিয়ারী পশ্চিমপাড়া চন্ডিভিটায় মন্দির কমিটির উপদেষ্টা মোংলা বন্দর পরিচালক ও যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ, সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক খোকন বালা, পঞ্চপল্লী মন্দির কমিটির উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়, সুকুমার বিশ্বাস, সাবেক সভাপতি সন্তোষ কুমার বালা, প্রভাষক মানস হালদার, সভাপতি গৌতম মণ্ডল ও সাধারণ সম্পাদক হিমাংশু হালদার প্রমুখ।
আলোচনা শেষে বিএনপি নেতৃবৃন্দ তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
ভোরের আকাশ/তা.কা