চট্টগ্রামে আরো একজনের শরীরে করোনা শনাক্ত
চট্টগ্রামে আরো একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বুধবার (১১ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানায়।
এর আগে গতকাল মঙ্গলবার তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি ২৭ বছর বয়সী এক পুরুষ, যিনি নগরীর বাসিন্দা। তার নমুনা পরীক্ষা করা হয়েছে নগরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত কয়েকদিনে চট্টগ্রামে মোট চারজন কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। আক্রান্তদের মধ্যে তিনজন নগরবাসী এবং একজন মীরসরাই উপজেলার বাসিন্দা।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
গাজীপুরের শ্রীপুরে নাটকের কথা বলে এক নারীকে রিসোর্টে এনে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা রুজু হয়েছে। এঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ওই নারী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন, মোঃ নাছির (৩৫) ও মোঃ বাবর (৩২)। অভিযোগপত্রে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন আর্টিস্ট ও মডেল। মামলায় অভিযুক্ত মো: নাছির নাটকের পরিচালক ও মোঃ বাবর তার সহযোগী। গত ২১ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে স্যুটিং এর কথা বলে ঢাকার মিরপুর থেকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টের একটি কক্ষে আটকে রাখে। এসময় নাছির, বাবরসহ অজ্ঞাত এক ব্যক্তি ওই নারীকে পালাক্রমে জোর করে ধর্ষণ করে। এসময় ওই নারীর ব্যবহৃত ২লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি আইফোন রেখে পরদিন ২২ সেপ্টেম্বর বিকেলে মারধর করে অভিযুক্তরা রিসোর্ট থেকে ওই নারীকে বের করে দেন বলে মামলায় অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিত্রে থানায় মামলা রুজু হয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। ভোরের আকাশ/হ.র
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাভার বাসস্ট্যান্ড রানা প্লাজার সামনে এ কর্মসূচি শুরু হয়।সমাবেশে বক্তারা বলেন, “বাংলার মানুষ অন্যায়, জুলুম ও বিদেশি আধিপত্য আর মেনে নেবে না।” তারা ঘোষণা দেন, দেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবি হিসেবে উত্থাপিত ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না।৫ দফা দাবিগুলো হলো:জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন।আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এজেন্ট জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা।জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং জাতীয় সংসদের উচ্চকক্ষে PR (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়ন।বক্তারা আরও বলেন, যারা ভারতের আধিপত্যের কাছে দেশ বিক্রি করছে এবং জুলাই গণহত্যার বিচার ধামাচাপা দিতে চাইছে, তারা জনগণের প্রকৃত শত্রু। ৫ দফা দাবি মানা না হলে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসাইন ও সহ-সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী।বক্তারা আরও ছিলেন—সহ-সভাপতি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আব্দুল্লাহ বিন কাসিম, জেলা সহ-সভাপতি ও বরিশাল-৫ আসনের প্রার্থী মুফতি সুলতান মাহমুদ, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা শাহেদ জহিরি, মাওলানা আব্দুর রশিদ, মুফতি মাহমুদুল হাসান আওলাদ, মুফতি নাজমুল ইসলাম শাকিল, মুফতি খন্দকার কাউসার হোসাইন, মুফতি আলমগীর রহমানী, মাওলানা ইসমাঈল হোসাইন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, মুফতি সালাহ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ, মুফতি মাহবুবুর রহমান গুলজার, মুহাম্মদ আফিফ আহমদ, মাওলানা আব্দুস সবুর খান, মাওলানা রাফিউল ইসলাম, মৌলভী আওলাদ হাসান, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা আবুল কাশেম প্রমুখ।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রানা প্লাজার সামনে থেকে শুরু হয়ে পাকিজা মোড় ঘুরে সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। ভোরের আকাশ/হ.র
আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে বিকেলে শ্রীপুর রেলওয়ে মসজিদ চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলার আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডক্টর মো: জাহাঙ্গীর আলম। ড.জাহাঙ্গীর আলম বলেন, দেশে জুলাই সনদ রচিত হয়েছে কিন্তু একটি মহল তা বাস্তবায়ন হতে দিচ্ছে না।আমরা হুশিয়ারী করে দিতে চাই অনেক স্থানে আমাদের বিল বোর্ড, ফ্যাস্টুন খুলে ফেলা হয়েছে আমরা প্রতিবাদ করছি। তিনি আরও বলেন,৭১ সালে দেশ স্বাধীন হলেও স্বৈরাচার ফ্যাসিস্টের হাত থেকে বাংলাদেশ মুক্ত হতে পারেনি। আমরা স্বৈরাচার মুক্ত প্রশাসন ও দূর্নীতি মুক্ত প্রশাসন চাই।পৃথিবীর প্রায় ৮০ টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। বাংলাদেশেও পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।এদেশের মানুষ নির্বাচনের জন্য পিআর পদ্ধতির দাবী জানাচ্ছে।বাংলাদেশে সংস্কার ছাড়া নির্বাচন হলে ওই ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন আবারও কায়েম হবে।তাই আমাদের পাঁচ দফা অবিলম্বে বাস্তবায়ন করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করুন। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের। মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান,শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডাঃ জসিম উদ্দিন, পৌর আমির ডাঃ আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী,বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান, প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মোঃসুলাইমান হোসাইন, তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার,ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো: হাবিবুর রহমান প্রমুখ।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেংরা রাস্তার মোড়ে এসে শেষ হয়।এসময় ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভোরের আকাশ/হ.র
পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সরদার কামরুজ্জামান চানকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সরদার কামরুজ্জামান চানকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে নিবিড়ভাবে জড়িত এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। তার নেতৃত্বে শিকদারমল্লিক ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকান্ড ও জনসেবামূলক কার্যক্রম ছিল প্রশংসনীয়।বক্তারা আরও বলেন, একজন জনপ্রিয় স্থানীয় নেতা হিসেবে চান সাহেব সর্বদা দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। তাই তার গ্রেফতার শুধু একটি ব্যক্তিকে নয়, পুরো এলাকায় বিএনপির রাজনৈতিক কর্মকান্ডকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা।মানববন্ধনে বক্তব্য রাখেন, কদমতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন শেখ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক শেখ, ১ নং শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন হাওলাদার ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৈত্রী রানী বেপারী।তারা অবিলম্বে সরদার কামরুজ্জামান চানের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানান। ভোরের আকাশ/হ.র