কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রাফিক ডাইভারশন
চট্টগ্রামে কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রাফিক ডাইভারশন করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।সেতু কর্তৃপক্ষ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫-৩০ সেপ্টেম্বর প্রতিদিন দিবাগত রাত ১১টা হতে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী 'পতেঙ্গা হতে আনোয়ারা' অথবা 'আনোয়ারা টু পতেঙ্গা' টিউবের ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা হবে।এসময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন পাঁচ হতে সর্বোচ্চ ১০ মিনিট টানেলের উভয় মুখে যাত্রীদের অপেক্ষমাণ থাকার প্রয়োজন হতে পারে।সেতু কর্তৃপক্ষ কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজে নাগরিকদের সহযোগিতা চেয়েছে।ভোরের আকাশ/এসএইচ
২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৯ পিএম
সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শাহীন আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজালিয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত শাহীন আক্তার পশ্চিম বাজালিয়া এলাকার জামাল হোসেনের স্ত্রী এবং ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছৈয়দাবাদের কাজীরখীল এলাকার আবু তাহেরের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, ২০২১ সালে পারিবারিকভাবে বিয়ে হয় শাহীনের। তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন।অভিযোগ রয়েছে, স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ায় প্রতিবাদ করায় নির্যাতন আরও বেড়ে যায়।নিহতের বড় বোনের স্বামী নোমান হোসেন বলেন, “শাহীনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এক মাস আগে স্বামী তাঁকে বেধড়ক মারধর করেছিল। আমরা মামলা করার প্রস্তুতি নিলেও স্থানীয় সালিসের মাধ্যমে তা মীমাংসা করা হয়।”সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।”ভোরের আকাশ/মো.আ.
২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৮ পিএম
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় শাহজাহান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ মো. শাহজাহান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান। পরে পুলিশ তার পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে।জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর ইউনিটি ক্লাবের উদ্যোগে এবং জনসেবা হসপিটালের সহযোগিতায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।এ ক্যাম্পে বিভিন্ন রোগের জন্য ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত শত শত রোগী ভিড় করেন ক্যাম্প প্রাঙ্গণে। চিকিৎসকরা শিশু রোগ, গাইনি, মেডিসিন, হাড়-জোড়, চর্ম, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেন।দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন।এসময় উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিটি ক্লাবের সভাপতি শওকত হোসেন সৌরভ, সহসভাপতি মো. রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জিহান। এছাড়াও উপস্থিত ছিলেন সায়মন, রবিন, মিন্টু, ফরিদ, নয়ন, সায়েদ, রুবেল, পিয়াল এবং ধর্মপুর ব্লাড ব্যাংকের মডারেটর শেফায়েত, এনাম, শহিদ প্রমুখ।এসময় বক্তারা বলেন, “এ ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বড় সহায়তা। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই ধর্মপুর ইউনিটি ক্লাব সবসময় জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”স্থানীয় এলাকাবাসীও ধর্মপুর ইউনিটি ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।ভোরের আকাশ/মো.আ.
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০২ পিএম
সাতকানিয়ায় ওয়ান শুটার গান উদ্ধার যৌথবাহিনীর
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় হামলাকারীদের নিকট থেকে একটি একনলা ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা (আলিচান পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে এওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বইক্কে বর দোকানের উত্তর পাশের নতুন ব্রিজের উপর মৃত নুরুল আহম্মেদ ছেলে প্রবাসী মো. বক্করের (৩০) ওপর হামলা চালায় প্রতিপক্ষের একদল যুবক।হামলায় নেতৃত্ব দেন একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আইয়ুব আলীর ছেলে ডালিম (৪০) ও তার ভাই সেলিম (৩৫)। তাদের সঙ্গে আরও কয়েকজন যুবক যুক্ত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।আহত অবস্থায় স্থানীয়রা বক্করকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ডালিমের কাছ থেকে একটি একনলা ওয়ান শুটার গান কাড়িয়া নেওয়া হয়। পরে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থল থেকে অস্ত্রটি জব্দ করে।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ওয়ান শুটার গানটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”ভোরের আকাশ/মো.আ.
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৫ পিএম
চট্টগ্রামে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং
চট্টগ্রামের কর্ণফুলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেছে পুলিশ।বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে এ মাইকিং করা হয়। পরে এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।এক মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক সিএনজিচালিত অটোরিকশায় মাইকিং করে ঘোষণা দিচ্ছেন, ‘কর্ণফুলী এলাকার সকল বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে, এলাকায় নতুন কোনো ভাড়াটিয়া ভাড়া নিতে এলে আগে তাদের আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়; তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি, কর্ণফুলী থানা।’একই সঙ্গে মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘নির্দেশ অমান্য করে নিষিদ্ধ সংগঠন (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের নেতাকর্মীর কাউকে ভাড়া দিলে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। এটি পরে সংশোধন করা হয়েছে। মূলত সরকারঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে ইঙ্গিত করা হয়নি।ভোরের আকাশ/মো.আ.
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৩ এএম
চট্টগ্রামে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং
চট্টগ্রামের কর্ণফুলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেছে পুলিশ।বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে এ মাইকিং করা হয়। পরে এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।এক মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক সিএনজিচালিত অটোরিকশায় মাইকিং করে ঘোষণা দিচ্ছেন, ‘কর্ণফুলী এলাকার সকল বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে, এলাকায় নতুন কোনো ভাড়াটিয়া ভাড়া নিতে এলে আগে তাদের আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়; তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি, কর্ণফুলী থানা।’একই সঙ্গে মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘নির্দেশ অমান্য করে নিষিদ্ধ সংগঠন (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের নেতাকর্মীর কাউকে ভাড়া দিলে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। এটি পরে সংশোধন করা হয়েছে। মূলত সরকারঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে ইঙ্গিত করা হয়নি।ভোরের আকাশ/মো.আ.
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৩ এএম
চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০
চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুদামের আশপাশে থাকা ১০ জন দগ্ধ হয়েছেন।বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, বুধবার ভোরে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গুদামে আশপাশে থাকা ১০ জন দগ্ধ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।এ ঘটনায় দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন।তিনি জানান, দগ্ধ ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত।ভোরের আকাশ/মো.আ.
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৪ এএম
চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় বাস-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৮ জন।সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দোহাজারী পৌরসভার সোনাই বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামীমা আকতার (৪২) ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার এমআর মো. শরীফ (৩০)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর। নিহতরা সিএনজিযোগে দোহাজারী থেকে চিকিৎসক দেখিয়ে চন্দনাইশ পৌরসভা এলাকায় অবস্থিত বাড়িতে যাচ্ছিলেন।এতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।এ প্রসঙ্গে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও সিএনজি দু'টিকে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/এসএইচ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৪ পিএম
প্রবীণ আলেম মুফতি আহমদুল্লাহ মারা গেছেন
দেশের প্রবীণ আলেম ও মুহাদ্দিস চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮১ বছর। তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য শিষ্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মরহুমের জানাজার নামাজ আজ রাত ৯টায় পটিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।মুফতি হাফেজ আহমদুল্লাহ ১৯৪১ সালের ১২ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুহাম্মদ ঈসা। তার নানা মুজাহিদে মিল্লাত মাওলানা শাহ আহমদ হাসান (রহ.) ছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী জিরি মাদ্রাসার প্রতিষ্ঠিতা।তিনি ১৯৪৮ সালে চট্টগ্রামের জিরি মাদ্রাসায় হিফজ বিভাগে ভর্তি হন। ১৯৫১ সালে ১০ বছর বয়সে পবিত্র কোরআন হিফজ সমাপ্ত করে কিতাব বিভাগে অধ্যায়ন শুরু করেন। ১৯৬৩ সালে ২১ বছর বয়সে তিনি অত্র জামিয়া হতে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। দেশে পড়ালেখা শেষ করে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান পাকিস্তানে। পাকিস্তানের লাহোরের বিখ্যাত প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া লাহোরে ভর্তি হন।উল্লেখযোগ্য শিক্ষকের মধ্যে রয়েছেন মাওলানা ইদ্রিস কান্ধলভি রাহিমাহুল্লাহ, মাওলানা রাসুল খান রাহিমাহুল্লাহ, মাওলানা ফয়েজ আলী শাহ রাহিমাহুল্লাহ, মাওলানা জামিল আহমদ থানভী রাহিমাহুল্লাহ, মাওলানা আবদুর রহমান আম্রছড়ি রাহিমাহুল্লাহ প্রমুখ বিখ্যাত ব্যক্তি।১৯৬৮ সালে দেশে ফিরে তিনি আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরিতে অধ্যাপনা শুরু করেন। দীর্ঘ ২৩ বছর অধ্যাপনা করার পর হাজী মুহাম্মদ ইউনুস রাহিমাহুল্লাহ’র অনুরোধে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় যোগদান করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এখানেই ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১২ পিএম
সাতকানিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ঘর নিয়ে ভাড়া বাণিজ্য
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খোর্দ্দর কেঁওচিয়া আশ্রয়ণ কেন্দ্র নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।সরকারি তথ্য অনুযায়ী, এখানে ২৭টি পরিবার থাকার কথা থাকলেও বর্তমানে বসবাস করছে মাত্র ১০টি পরিবার।স্থানীয়দের দাবি, বাকি পরিবারগুলো ঘর ভাড়া দিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেছেন।অভিযোগ উঠেছে—যারা প্রকৃত ভূমিহীন ও দরিদ্র, তারা আশ্রয়ণ প্রকল্পের ঘর পাননি। বরং তুলনামূলক সচ্ছল ব্যক্তিরা ঘর পেয়েছেন। ফলে তারা আশ্রয়কেন্দ্রে বসবাস না করে ঘর ভাড়া দিয়ে আর্থিক সুবিধা নিচ্ছেন।ক্ষুব্ধ হয়ে বাকী ১০ পরিবারে সদস্য'রা জানান, যারা ঘর পেয়েছে তারা ভাড়া দিয়ে নিজ বাড়িতে চলে গেছে। তাদের কারণে আমরা সরকারের কাছ থেকে কোনো সুবিধা পাচ্ছি না।”ভুক্তভোগীরা আশ্রয় কেন্দ্রের প্রকৃত উপকারভোগীদের তালিকা পুনর্নির্ধারণ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।অন্যদিকে, কয়েকজন ঘরপ্রাপ্ত মালিক স্বীকার করে বলেন, “আমরা কিছুদিন আগে ঘর ভাড়া দিয়েছি। কারণ সেখানে সংসার চালাতে পারছিলাম না। ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে।”এই বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “বিষয়টি তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”ভোরের আকাশ/মো.আ.