স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ ০২:২২ পিএম
বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় লোকালয়ে দলছুট বন্য হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত সাড়ে ১২টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল করিম (৩৮) একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মেহেরাজ উদ্দিন বলেন, রোববার মধ্যরাতে চকরিয়ার দক্ষিণ সুরাজপুর এলাকায় বন্য হাতির একটি দল লোকালয়ে ঢুকে পড়ে। এসময় হাতির দলটিকে তাড়াতে স্থানীয় লাঠি জড়ো হন। এতে জড়ো হওয়া কেউ কেউ হাতিগুলোকে লক্ষ্য করে ঢিলও ছুড়েন। এক পর্যায়ে একটি হাতি দলছুট হয়ে জড়ো হওয়া লোকজনের দিকে তেড়ে আসে। তাড়া খেয়ে পালানোর সময় করিম নামের ওই যুবক হাতিটির সামনে পড়েন। এতে হাতিটি তাকে শুঁড়ে জড়িয়ে আঁছাড় মারে ও পদপিষ্ট করে বলেও জানান ওই কর্মকর্তা।
তিনি বলেন, পরে হাতিটি সেখান থেকে চলে যাওয়ায় স্থানীয়রা আহত অবস্থায় করিমকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পথে তার মৃত্যু হয়। সরকারের বিধি মোতাবেক ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন মো. মেহেরাজ উদ্দিন।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, চকরিয়ার দক্ষিণ সুরাজপুরে বন্যহাতির হানায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ