ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ০৩:৪৮ পিএম
ছবি : ভোরের আকাশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে ট্রেন থেকে ৩০০ পিস ভারতীয় থ্রিপিস উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার বিকেলে উদ্ধার হওয়া থ্রিপিসের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেন যাত্রাবিরতিকালে পার্সেল বগিতে অভিযান চালানো হয়।
এ সময় ট্রেনে ৩০০ পিস ভারতীয় পোশাক পাওয়া যায়। এ ঘটনায় সৌরভ, সহিদুল, বিপ্লব নামে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ