ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ ০৫:০৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ মামলার আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেলসহ মো. রুস্তম আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ঘনেশপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আয়াত আলীর বাড়ির সামনের কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।
নাসিরনগর থানার এসআই মো. মনিরুল ইসলাম, এএসআই মো. দেলোয়ার হোসেন এবং সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। অভিযানে রুস্তম আলীর কাছ থেকে ২ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নাসিরনগর থানার ওসি খাইরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রুস্তম আলীর বিরুদ্ধে ১টি দস্যুতা, ২টি চুরি, ৪টি মাদক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ৩ ঘন্টা আগে
আপডেট : ৩ ঘন্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ মামলার আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেলসহ মো. রুস্তম আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ঘনেশপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আয়াত আলীর বাড়ির সামনের কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।
নাসিরনগর থানার এসআই মো. মনিরুল ইসলাম, এএসআই মো. দেলোয়ার হোসেন এবং সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। অভিযানে রুস্তম আলীর কাছ থেকে ২ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নাসিরনগর থানার ওসি খাইরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রুস্তম আলীর বিরুদ্ধে ১টি দস্যুতা, ২টি চুরি, ৪টি মাদক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ