চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২২ পিএম
ছবি: ভোরের আকাশ
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। একসময় যেখানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠার সুযোগ ছিল, সেখানে আওয়ামী লীগ সরকার নকলের সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।
পরীক্ষাকেন্দ্রে ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগের নেতাকর্মীরা প্রবেশ করে শিক্ষার্থীদের হাতে নকল সরবরাহ করত। দু:খজনক, আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এসব কর্মকাণ্ডের।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলার চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হলে উপজেলা ও পৌর জিয়া পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। অথচ বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করেছিল। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমাদের কর্মীরা নকল প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছিল।”
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শুধু এসএসসির ফলাফলে থেমে থাকলে হবে না। আরও ভালো ফল করে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। ইংরেজি ও আইটি বিষয়ে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আলম শাহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজী।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে মাহাদী আল ইসলাম মাহি ও সুমাইয়া রিয়া বক্তব্য রাখেন।
চরফ্যাশন পৌরসভা জিয়া পরিষদের সভাপতি মো. হারনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসউদ্দীন কাউস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ