রংপুর ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ০৮:২৮ পিএম
সংগৃহীত ছবি
রংপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আসিফ ইমতিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নগরীর ডিসির মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ইমতিয়াজ মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি গ্রামের মাহবুবুল হকের ছেলে। তার বিরুদ্ধে মেট্রোপলিটন কোতয়ালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ হত্যাচেষ্টার মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান।
তিনি জানান, থানায় মামলা দায়েরের পর থেকে আত্মগোপনে চলে যান আসিফ ইমতিয়াজ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকেলে তাকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
ভোরের আকাশ/জাআ