পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ০৪:০৬ পিএম
ছবি : ভোরের আকাশ
পিরোজপুরের কাউখালী থানা পুলিশ দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার (৬ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি এলাকার সিএনবি রোডে মাস্টার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কাউখালী থানা সূত্রে জানা গেছে, কাউখালী থানার এস আই রাশিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল সালামের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী শিহাব হোসেনকে (২৫)উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি এলাকার সিএনবি রোডে মাস্টার বাড়ির সংলগ্ন এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা।
ভোরের আকাশ/মো.আ.