সাভারে পিস্তলসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার
সাভারের আশুলিয়ায় পলাশ বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তলসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শো ডাউনকালে ডিবির একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।গ্রেফতাররা হলেন- মোঃ আব্দুল মান্নান পাটোয়ারী (২৪)থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, মোঃ মনোয়ার হোসেন টিটু (২৮), পিতা-শহিদুল ইসলাম, মাতা-মনোয়ারা বেগম, সাং-সাটিনওদা, থানা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-বাইপাইল এস এ পরিবহনের পিছনে, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, মোঃ আল আমিন স্বপন (৩০), পিতা-মোঃ আঃ মতিন, মাতা-পারভিন আক্তার, সাং-পলাশবাড়ী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, মোঃ জুলহাস মিয়া (৩০), পিতা-মোঃ আব্দুল আজিজ, মাতা-মৃত জুলেখা বেগম, সাং-পলাশবাড়ী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের ধৃত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোঃ আব্দুল মান্নান পাটোয়ারী ও তার সহযোগীরা অস্ত্র-পেশীশক্তি প্রদর্শনের মাধ্যমে আশুলিয়া পলাশ বাড়ি এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ শক্তি প্রদর্শনকালে একটি গোলাগুলির ঘটনায় তাদের গোপন সাংবাদের ভিত্তিতে আটক করা হয়।ডিবির ওসি জালাল উদ্দিন জানান, আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/এসএইচ