নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:২১ এএম
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৩১ বিলিয়ন ডলার
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর জুলাই-আগস্ট মেয়াদের ১.৫ বিলিয়ন ডলারের দায় পরিশোধ করেছে বাংলাদেশ। এর পর রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার।
আকু হলো দক্ষিণ ও মধ্য এশিয়ার কয়েকটি দেশের মধ্যে আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা। বাংলাদেশ, ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তান এই ব্যবস্থার সদস্য। প্রতি দুই মাস পর পর দেশগুলো পরস্পরের দায়-দেনা মেটায়। একসময় শ্রীলঙ্কা সদস্য থাকলেও অর্থনৈতিক সঙ্কটের কারণে তারা আকু থেকে সরে যায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর দায় মেটানোর আগে গত বুধবার গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৪২ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে বাংলাদেশের রিজার্ভ প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। তবে ধীরে ধীরে কমতে কমতে আওয়ামী লীগ সরকারের পতনের সময় তা নেমে যায় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।
গত বছরের আগস্ট থেকে ডলারের বিনিময় হার ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রবাসী আয় গত অর্থবছরে প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং চলতি অর্থবছরেও প্রায় ১৮ শতাংশ প্রবৃদ্ধি অব্যাহত থাকায় রিজার্ভ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
ভোরের আকাশ/হ.র