অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ০১:১৩ এএম
বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
২০২৫–২৬ অর্থবছরের প্রথমার্ধ (জুলাই–ডিসেম্বর) মেয়াদের মুদ্রানীতি আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই) ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ওই দিন বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (২৯ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
চলমান বিনিয়োগ স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি, নিম্নমুখী প্রবৃদ্ধি এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এ মুদ্রানীতি প্রকাশ হতে যাচ্ছে। সংশ্লিষ্ট অর্থনীতিবিদ ও ব্যাংক কর্মকর্তারা বলছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে থাকায়, বাংলাদেশ ব্যাংক সুদহার স্থিতিশীল রাখার নীতিতে অটল থাকতে পারে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৬.৪ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ এই খাতে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৯.৮ শতাংশ। এমন প্রেক্ষাপটে ঋণপ্রবাহের বর্তমান ধারা অব্যাহত রাখার সিদ্ধান্তই মুদ্রানীতিতে প্রতিফলিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৩ শতাংশে নামতে পারে। তবে ২০২৫–২৬ অর্থবছরে তা বেড়ে ৪.৯ শতাংশ এবং ২০২৬–২৭ অর্থবছরে ৫.৭ শতাংশে উন্নীত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
মূল্যস্ফীতির দিক থেকেও চাপ কিছুটা কমলেও তা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। চলতি বছরের জুন মাসে সামগ্রিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.৪৮ শতাংশ, যা মে মাসে ছিল ৯.০৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংক বলছে, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না আসা পর্যন্ত নীতি সুদহার হ্রাসের কোনো সুযোগ নেই।
এই প্রেক্ষাপটে অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না বলেই ধারণা করা হচ্ছে।
ভোরের আকাশ//হ.র