দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ১২:৫৭ পিএম
ছবি : ভোরের আকাশ
দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (২৯ জুলাই) তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম আজহারুল ইসলাম এই আয়োজনে সভাপতিত্ব করেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. সুনন্দ সেন, মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী মো. মাছুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. হারুন অর রশিদ হাওলাদার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাফাজ্জল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমান মজুমদার এবং ইউডিএফ মো. ইসমাইলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ চলাকালীন মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন মানব স্বাস্থ্যের ওপর তামাকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন। এছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম তামাক বিরোধী আইনসমূহ ও এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই প্রশিক্ষণ তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ