অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:২০ এএম
স্থিতিশীলতা আনতে আরও ১৩০ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন ডলারের দর নিয়ন্ত্রণে রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২২ সেপ্টেম্বর) নিলামে ১২১ টাকা ৭৫ পয়সা দরে ১২৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে চলতি অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত নিলামে মোট ১ দশমিক ৮৮ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ১৫ সেপ্টেম্বর একই দরে ৩৫৩ মিলিয়ন ডলার কেনা হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিলামে যে দরে ডলার কেনা হয়েছে সেটিই ব্যাংকগুলোর জন্য কার্যত রেফারেন্স রেট হিসেবে ধরা হচ্ছে।
অর্থনীতিবিদ ও ব্যাংকাররা মনে করছেন, ডলারের দর অতিরিক্ত বাড়া বা কমা—দুটিই অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই দরকে স্থিতিশীল রাখতে নিয়মিত নিলামের মাধ্যমে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার দর পড়ে যাওয়া ঠেকানো সম্ভব হচ্ছে। একই সঙ্গে রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরাও এর সুফল পাচ্ছেন।
অন্যদিকে ডলার কেনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও শক্তিশালী হচ্ছে। ফলে নীতি-সহায়ক একটি পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থাকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ২ দশমিক ০৩ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গত বছরের একই সময়ে এ আয় ছিল ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার।
২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের ২১ দিন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৬ দশমিক ৯৩ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১ শতাংশ বেশি।
এ অর্থবছরের জুলাইয়ে এসেছিল ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার এবং আগস্টে ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার। আর গত অর্থবছরের মার্চে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল বছরের রেকর্ড। পুরো ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।
ভোরের আকাশ // হ.র