সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল রাত ১১টা বা ১২টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জহুরুল হক হলে ভোটার ১৯৬৩ জন, কাস্টিং ভোট ১৬৫৮টি (৮৩.৪৩ শতাংশ)। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি (৮২.৯৩ শতাংশ)। জগন্নাথ হলে ভোটার ২২২২ জন, কাস্টিং হয়েছে ১৮৩১টি (৮২.৪৫ শতাংশ)। রোকেয়া হলে মোট ভোটার ৫৬৭৬ জন, কাস্টিং ভোট ৩৯০৭টি (৬৯ শতাংশ), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট পড়েছে ৬৩ দশমিক ২৫ শতাংশ।
ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
                                            
                                        জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ শিক্ষাবর্ষের এক বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামের হালনাগাদ সিলেবাস প্রকাশ করা হয়েছে। এতে তিনটি কোর্সের নাম পরিবর্তন করা হয়েছে।সংশোধিত কোর্সগুলোর নতুন শিরোনাম যথাক্রমে- সক্রিয় শিখন পদ্ধতি ও কৌশল, শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এবং জেন্ডার, বৈশ্বিক নাগরিকত্ব ও একীভূত শিক্ষা। তবে, অন্যান্য কোর্সের কোড, শিরোনাম এবং বিষয়বস্তু পূর্বের মতোই অপরিবর্তিত থাকবে।বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এটি অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটসমূহের অধ্যক্ষদের অবগতির জন্য প্রেরণ করা হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ শিক্ষাবর্ষের সিলেবাসে থাকা অভিন্ন বিষয়বস্তু সংবলিত তিনটি কোর্সের (কোর্স কোড: ৮১২২০৩, ৮১২২০৭ ও ৮২২২৬১) কেবল শিরোনাম পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তন শুধুমাত্র ২০২৫ শিক্ষাবর্ষের জন্য কার্যকর থাকবে।পূর্বে এই কোর্সগুলোর শিরোনাম ছিল যথাক্রমে ৮১২২০৩: শিখন-শেখানো দক্ষতা ও কৌশল; ৮১২২০৭: শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; ৮২২২৬১: একীভূত শিক্ষা।ভোরের আকাশ/তা.কা
                                            
                                        জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য অনলাইন আবেদনের সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এমফিল এর জন্য এক হাজার পাঁচশত টাকা এবং পিএইচডি এর জন্য দুই হাজার টাকা জমা দিতে হবে। আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ আগামী ৫ নভেম্বর।উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ গবেষকদের কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে শুরু হবে আগামী ১ জানুয়ারি ২০২৬।ভর্তি বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন ফরম ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এসব তথ্য জানানো  হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
                                            
                                        মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদরাসা) শিক্ষক ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অধিদপ্তরের অর্থ শাখা থেকে এ তথ্য জানানো হয়।উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর ২০২৫ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।এতে আরও বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীরা আগামী ১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।ভোরের আকাশ/তা.কা
                                            
                                        ৪৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এ সময়ে পরীক্ষার কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করবেন তারা।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগ প্রাপ্তরা সবাই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা।এতে বলা হয়, ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি হলে একযোগে অনুষ্ঠিত হবে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা। পরীক্ষাকালীন প্রতিটি কেন্দ্রে ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষায় একজন করে মোট ১৮৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য আরও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে।‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর ৫ ধারার বিধান মোতাবেক পরীক্ষার সময়, পরীক্ষাকেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকায় এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যকরভাবে দায়িত্ব পালন করবেন।নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ৬ অক্টোবর বেলা ১১টায় সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭১ মিলনায়তনে ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে হবে। এছাড়া পরীক্ষার দিন ভোর ৪টায় সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।ভোরের আকাশ/তা.কা