নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১০:৫১ পিএম
সারাদেশে বৃহস্পতিবারের আলিম ও কারিগরি এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতি ও অন্যান্য অনুকূল কারণ বিবেচনায় আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) সারাদেশে আলিম ও কারিগরি এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার পর মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, সার্বিক পরিস্থিতির কারণে মাদ্রাসা বোর্ডের আওতাধীন আলিম পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
একইসঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) এর সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর।
তিনি জানান, নতুন পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।
ভোরের আকাশ/হ.র