বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ০১:৩৪ পিএম
সংগৃহীত ছবি
ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি ২’-এ বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসকে। তিনি সিরিয়ালটিতে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন।
২০ সেকেন্ডের প্রোমোতে দেখা যায়, তুলসী চরিত্রে অভিনয় করা স্মৃতি ইরানি বিল গেটসের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। প্রোমোটির শুরুতেই তুলসী বলেন, ‘জয় শ্রী কৃষ্ণ’, আর বিল গেটসও উষ্ণ জবাবে বলেন, ‘নমস্তে তুলসী জি, জয় শ্রী কৃষ্ণ।’
তুলসী বলেন, ‘আমেরিকা থেকে আপনি সরাসরি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন, এটা সত্যিই আনন্দের। গেটস জবাব দেন, ‘ধন্যবাদ, তুলসী জি।’
এর আগে বিল গেটসকে দেখা গিয়েছিল জনপ্রিয় আমেরিকান সিটকম ‘দ্য বিগ ব্যাং থিওরি’-তে। তবে এবার ‘কিউকি সাস ভি কাভি বহু থি ২’-এ তার উপস্থিতি পুরোপুরি ভার্চুয়াল হবে।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিল গেটসের এই অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি। তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম সম্পর্কেও কথা বলবেন।
অভিনেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘এটি ভারতীয় বিনোদনের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। নারী ও শিশুদের স্বাস্থ্য নিয়ে আলোচনাকে মূল ধারায় আনতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও যোগ করেন, ‘বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে ভারতীয় টেলিভিশনের গল্পের সঙ্গে যুক্ত করা শুধু যুগান্তকারী পদক্ষেপ নয়, এটি সচেতনতা ও সহমর্মিতা বৃদ্ধির এক নতুন অধ্যায়।
একতা কাপুরের বালাজি টেলিফিল্মস প্রযোজিত ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ ২০০০ সালে প্রচার শুরু হয় এবং ২০০৮ সাল পর্যন্ত ভারতের অন্যতম দীর্ঘস্থায়ী সিরিয়াল হিসেবে জনপ্রিয়তা পায়। দীর্ঘ ১৭ বছর পর সিরিয়ালটির সিক্যুয়েল ‘কিউকি সাস ভি কাভি বহু থি ২’ সম্প্রতি ফিরে এসেছে পর্দায়।
সিরিয়ালটির সর্বশেষ পর্ব বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে স্টার প্লাসে প্রচারিত হবে এবং জিও হটস্টারেও দেখা যাবে।
ভোরের আকাশ/তা.কা