বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১১:১৫ এএম
সংগৃহীত ছবি
পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ আবারও ঢাকার মঞ্চ ও দর্শকদের মাতাতে আসছে। ব্যান্ডটির ভোকালিস্ট গওহর মমতাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় গওহর বলেন, ‘আমি গওহর মমতাজ। শিগগিরই ঢাকা আসছি।’ এরপর বাংলায় যোগ করেন, ‘দেখা হবে।’
কনসার্টটি অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এ আয়োজনের টিকিট পার্টনার ‘গেট সেট রক’। তাদের পক্ষ থেকে কালবেলাকে জানানো হয়, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। টিকিটের মূল্য তিন ভাগে নির্ধারণ করা হবে আর্লি বার্ড ১০০০, রেগুলার ২৫০০ এবং ভিআইপি ৩৫০০ টাকা নির্ধারণ করা হতে পারে বলে জানানো হয়। তবে নিরাপত্তার কারণে কনসার্টের ভেন্যু ঢাকা অ্যারিনা।
এদিন জাল ব্যান্ডের সঙ্গে মঞ্চে দেখা যাবে বাংলাদেশের ব্যান্ডগুলোও। তবে কারা থাকবে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ আয়োজনের শিরোনাম দেওয়া হয়েছে ‘সাউন্ড অব সোল’। এটি আয়োজনে থাকছে ‘স্টেজ কো’ ও ‘গেট সেট রক’। এ নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় মঞ্চে উঠতে যাচ্ছে জাল। সর্বশেষ ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে অংশ নিয়েছিল ব্যান্ডটি। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো ঢাকায় পারফর্ম করে তারা।
ভোরের আকাশ/তা.কা