বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১০:২৯ এএম
সংগৃহীত ছবি
মাতৃত্বই তাঁর কাছে প্রথম প্রায়োরিটি। তাই যে কোনও সুযোগ ছাড়তেও পিছপা নন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগে পর্যন্তও সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা ছাড়ার কারণে শিরোনামে ছিলেন দীপিকা। তবে বহু প্রতীক্ষার পরে আবারও কাজে ফিরছেন দীপিকা। কন্যা দুয়াকে রেখেই অভিনয়ে ফিরছেন তিনি।
তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি ফিরছেন তার ভক্তদের মাঝে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাটলি পরিচালিত ‘এএ২২এক্সএ৬’ নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা।
এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। দীর্ঘ প্রায় ১০০ দিন ধরে চলবে এই ছবির শুটিং। নভেম্বর মাস থেকে এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোন ছাড়াও আরও থাকছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুরের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। দর্শকদের জন্য কিছু চমক অপেক্ষা করছে। শুধু তাই নয়, দর্শক দীপিকাকে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যেও দেখতে পাবেন।
কাজের সময় নিয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে দীপিকার কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। কারণ, মা হওয়ার পর দীপিকা শর্ত দিয়েছিলেন তিনি আট ঘণ্টার বেশি কাজ করবেন না। কিন্তু পরিচালক অ্যাটলি এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছেন।
ভোরের আকাশ/তা.কা