স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০২:৫৭ পিএম
ছবি- সংগৃহীত
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
বুধবার (৮ অক্টোবর) নেপাল ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করে। এই কমিটিতে তাবিথ আউয়ালের পাশাপাশি রয়েছে বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, স্কটল্যান্ডসহ বিশ্বের নানা দেশের প্রতিনিধি।
অন্যদিকে, মাহফুজা আক্তার কিরণকে অন্তর্ভুক্ত করা হয়েছে ‘ফিফা ইয়ুথ গার্লস কম্পিটিশন’ কমিটিতে। এই কমিটি বয়সভিত্তিক নারী ফুটবল প্রতিযোগিতা নিয়ে কাজ করে থাকে। কিরণের সঙ্গে এই কমিটিতে রয়েছেন ইয়েমেন, কঙ্গো, কোরিয়া ডিপিআর, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা, মার্কিন সামোয়া, গ্রেনাডা, লাটভিয়া এবং আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা।
ভোরের আকাশ/এসএইচ