শিল্পীমঞ্চের আয়োজনে "এই বৈশাখে"—কবিতা ও সংগীতে মনোমুগ্ধকর সন্ধ্যা
সাংস্কৃতিক সংগঠন শিল্পীমঞ্চ সম্প্রতি আয়োজন করেছিল এক অপূর্ব সাহিত্য ও সংগীত সন্ধ্যার—"এই বৈশাখে"। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবিতা, গান ও আবৃত্তির যুগলবন্দী উপভোগ করেন উপস্থিত শ্রোতারা।
অনুষ্ঠানের সূচনা হয় সংগঠনের আহ্বায়ক শওকত হোসেন-এর স্বাগত বক্তব্য দিয়ে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি ও কণ্ঠশিল্পী হাসান মাহমুদ, যিনি পরিপাটি ও আবেগঘন উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।
প্রথমেই পরিবেশিত হয় সমবেত সংগীত, যেখানে শিল্পীমঞ্চের নিয়মিত শিল্পীরা কণ্ঠে তোলেন "আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায়" ও "পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়"—এই দুই জনপ্রিয় গান। গান দুটি শ্রোতাদের মনে জাগিয়ে তোলে মুগ্ধতা আর হৃদয়ছোঁয়া আবেগ।
এরপর মঞ্চে একে একে আবৃত্তি পরিবেশন করেন রেজিনা, বাবলী ও কামরুন নাহার। সংগীত পরিবেশন করেন মোঃ ফারুক, শেখ ইমন, অরুনিমা ইসলাম, শওকত হোসেন, লুৎফুন্নেসা মেহেক, উত্তম ও হাসান মাহমুদ। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল উত্তম ও তার কন্যা অন্তরা-র যুগল পরিবেশনা "আয় খুকু আয়"—যা শ্রোতাদের মধ্যে স্মৃতিকাতর আবেগের সৃষ্টি করে।
উল্লেখ্য, শিল্পীমঞ্চ প্রতি দুই মাস অন্তর ঋতু বরণ উপলক্ষে এমনই শিল্প-সাহিত্যের আয়োজন করে থাকে, যেখানে আবৃত্তি ও সংগীতের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়।
এই আয়োজনটি নিঃসন্দেহে ছিল এক মননশীল ও আবেগঘন সন্ধ্যা, যেখানে কবিতা ও গানে একাকার হয়ে উঠেছিল বাংলা নববর্ষের উচ্ছ্বাস।
ভোরের আকাশ/মি
সংশ্লিষ্ট
সাংস্কৃতিক সংগঠন শিল্পীমঞ্চ সম্প্রতি আয়োজন করেছিল এক অপূর্ব সাহিত্য ও সংগীত সন্ধ্যার—"এই বৈশাখে"। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবিতা, গান ও আবৃত্তির যুগলবন্দী উপভোগ করেন উপস্থিত শ্রোতারা।অনুষ্ঠানের সূচনা হয় সংগঠনের আহ্বায়ক শওকত হোসেন-এর স্বাগত বক্তব্য দিয়ে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি ও কণ্ঠশিল্পী হাসান মাহমুদ, যিনি পরিপাটি ও আবেগঘন উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।প্রথমেই পরিবেশিত হয় সমবেত সংগীত, যেখানে শিল্পীমঞ্চের নিয়মিত শিল্পীরা কণ্ঠে তোলেন "আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায়" ও "পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়"—এই দুই জনপ্রিয় গান। গান দুটি শ্রোতাদের মনে জাগিয়ে তোলে মুগ্ধতা আর হৃদয়ছোঁয়া আবেগ।এরপর মঞ্চে একে একে আবৃত্তি পরিবেশন করেন রেজিনা, বাবলী ও কামরুন নাহার। সংগীত পরিবেশন করেন মোঃ ফারুক, শেখ ইমন, অরুনিমা ইসলাম, শওকত হোসেন, লুৎফুন্নেসা মেহেক, উত্তম ও হাসান মাহমুদ। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল উত্তম ও তার কন্যা অন্তরা-র যুগল পরিবেশনা "আয় খুকু আয়"—যা শ্রোতাদের মধ্যে স্মৃতিকাতর আবেগের সৃষ্টি করে।উল্লেখ্য, শিল্পীমঞ্চ প্রতি দুই মাস অন্তর ঋতু বরণ উপলক্ষে এমনই শিল্প-সাহিত্যের আয়োজন করে থাকে, যেখানে আবৃত্তি ও সংগীতের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়।এই আয়োজনটি নিঃসন্দেহে ছিল এক মননশীল ও আবেগঘন সন্ধ্যা, যেখানে কবিতা ও গানে একাকার হয়ে উঠেছিল বাংলা নববর্ষের উচ্ছ্বাস।ভোরের আকাশ/মি
দেশের শোবিজ তারকাদের নিয়ে বহুল আলোচিত ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এ কারণে এই ক্রিকেট লিগের কয়েকজন মেন্টরকে লিগ্যাল নোটিশ করা হয়েছে।এদিকে কয়েকজন অভিনেত্রীর দিকে সেই অভিযোগের তীর উঠেছে। অভিযুক্তরা হলেন―মারিয়া মিম, সিনথিয়া ইসলাম, শাম্মি ইসলাম নীলা। অশ্লীল ড্রেস পরে ফিগার দেখানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।এর আগে গত ৫ মে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আর টুর্নামেন্টের পর্দা নামে মঙ্গলবার (১৩ মে)। এ আসরে জয় লাভ করেছে গিগাবাইট টাইটানস। দলটিতে খেলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মৌসুমী হামিদ, মেহজাবীন চৌধুরী প্রমুখ।টি-২০ ফরম্যাটে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে চারটি দল অংশ নিয়েছিল। দলগুলো হচ্ছে- গিগাবাইট টাইটানস, জেভিকো কিংস, নাইট রাইডার্স ও স্বপ্নধরা স্পারটানস। বল-ব্যাট হতে খেলেছেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদ, কর্নিয়া, আরেফিন রুমি, রাফসান সাবাব, সাঞ্জু জন, তানহা তাসনিয়া, তাসনুভা তিশা, সাজ্জাদ খান সান, আরিয়ানা জামান, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া, আলিশা প্রমুখ।ভোরের আকাশ/আজাসা
প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য। সিরিজটির নির্মাতা কাজল আরেফিন অমি ঘোষণা দিয়েছেন, শিগগিরই আসছে সিজন ৫-এর ফার্স্ট লুক।মঙ্গলবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আগামীকাল বিকেল ৫টায় আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর ফার্স্ট লুক।”এর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চারটি সিজন প্রচারিত হয়, যার প্রতিটি পর্বেই দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক সাড়া। ২০২২ সালের শেষ দিকে সিজন ৪-এর সম্প্রচার শেষ হওয়ার পর থেকেই নতুন সিজনের জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যেত ভক্তদের মন্তব্য—“কবে আসছে ব্যাচেলর পয়েন্ট?”অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মাতার ঘোষণা নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তদের মাঝে। সিজন ৫-এ আগের চরিত্রগুলোর পাশাপাশি নতুন চমকও থাকছে বলে আভাস দিয়েছেন নির্মাতা।এখন দেখার পালা—নতুন সিজনে কতটা হাসি-কান্না ও মজা অপেক্ষা করছে দর্শকদের জন্য। ভোরের আকাশ/হ.র
ঢাকাই সিনেমার নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। দেশটির নিউ সাউথ ওয়েল্সের রাজধানী সিডনির ল্যাকেম্বার এলাকায় মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন, অসাবধানতাবশত রাস্তায় পড়ে গিয়ে পা মচকে যায় তার। এতে টিস্যুতে ক্ষতি হয়েছে। এখন পায়ে প্লাস্টার, হাঁটতে হচ্ছে ক্রাচে ভর দিয়ে।শাবনূর গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার (১০ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। চিকিৎসক তাকে দুই সপ্তাহ প্লাস্টার রাখার পরামর্শ দিয়েছেন।শাবনূর বলেন, ল্যাকেম্বায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সেদিন আর বাসায় ফেরেননি। পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। পরদিন ছেলে আইজান নেহানকে পাশের একটি মাঠে নিয়ে যাওয়ার পথে মোবাইলে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যাই।তিনি বলেন, পা মচকে যায়। হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় এমন অবস্থা হয় যে, ওঠার মতো শক্তি ছিল না। তারপর হেল্প নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। জানতে পারি, টিস্যুতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে এখন ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।তিনি এ বিষয়ে বলেন, আমার এই দুর্ঘটনা সমাজের জন্য একটা বার্তা। ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে-চলতে গিয়ে মোবাইল দেখবো না। গাড়ি চালানোর সময়ও মোবাইল দেখব না। আজ আমার হয়তো অল্প কিছুর ওপর দিয়ে গেছে। যদি গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলতে গিয়ে দুর্ঘটনা ঘটত, তাহলে আমার কারণে অন্য কোনো একটা মানুষেরও বিশাল বিপদ হতে পারতো।এদিকে, ২০২৩ সালে দেশে আসার আসার পর শাবনূরকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন পরিচালক ও প্রযোজক। ২০২৪ সালের এপ্রিলে ‘রঙ্গনা’ দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন শাবনূর। কয়কেদিন শুটিংও করেছিলেন। এর পর থেকে বন্ধ সিনেমাটির কাজ। ‘রঙ্গনা’ পরিচালক আরাফাত হোসাইন। তিনি জানান, তারই পরিচালিত‘এখনো ভালোবাসি’ সিনেমাতেও অভিনয় করবেন শাবনূর। এছাড়া চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমাতেও অভিনয়ের কথা রয়েছে। তবে কাজের কোনো অগ্রগতি নেই। ভোরের আকাশ/এসআই