ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১২:২২ পিএম
সংগৃহীত ছবি
একজন সাধারণ বাংলাদেশি কর্মীকে আবেগঘন বিদায় সংবর্ধনা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাহরাইন বিশ্ববিদ্যালয়ের (University of Bahrain) আইন অনুষদের শিক্ষার্থীরা।
দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে নিয়োজিত থাকা কর্মী ইসলামের জন্য শিক্ষার্থীদের এই আয়োজন সাধারণত কোনো অধ্যাপক বা উচ্চপদস্থ কর্মকর্তার বিদায়ের সময় দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হলরুমজুড়ে শিক্ষার্থীরা ইসলামকে বিদায় জানাতে ভিড় করেছেন। সারি বেঁধে দাঁড়িয়ে তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান, মাথার ওপর ফুল ছিটিয়ে দেন। কারও হাতে ছিল ফুলের তোড়া, আবার কেউ এনেছিলেন তার ছবি দিয়ে সাজানো কেক।
বিদায় মুহূর্তটি আরও আবেগঘন হয়ে ওঠে যখন এক শিক্ষার্থী তাকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরেন এবং কপালে চুমু দেন। শিক্ষার্থীদের এমন অকুণ্ঠ ভালোবাসা দেখে ইসলামও আবেগে আপ্লুত হয়ে পড়েন; তার চোখ ছলছল করে ওঠে।
শিক্ষার্থীরা জানান, ইসলাম শুধু একজন কর্মী ছিলেন না, তিনি ছিলেন তাদের পরিবারেরই একজন। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের নানাবিধ কাজে নিবেদিত থেকে তিনি শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
ভোরের আকাশ/মো.আ.