আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৫ এএম
সুদানে ভয়াবহ ভূমিধস, পুরো গ্রাম নিশ্চিহ্ন, মৃত এক হাজারের বেশি
সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। এতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট। সোমবার (১ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করে তারা জানায়, পুরো গ্রাম থেকে জীবিত অবস্থায় মাত্র একজনকে পাওয়া গেছে।
গত ৩১ আগস্ট টানা ভারী বৃষ্টিপাতের পর এ ভূমিধসের ঘটনা ঘটে। দারফুর অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা গ্রুপটির প্রধান এক বিবৃতিতে জানান, নারী-পুরুষ ও শিশুদের মরদেহ উদ্ধারে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি সহায়তা প্রয়োজন।
ভূমিধসে ক্ষতিগ্রস্ত ওই পাহাড়ি অঞ্চলটিতে আগেই আশ্রয় নিয়েছিলেন হাজারো বাস্তুচ্যুত মানুষ। সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে দীর্ঘ দুই বছরের গৃহযুদ্ধের কারণে অনেকে এই দুর্গম অঞ্চলে পালিয়ে গিয়েছিলেন।
কিন্তু দুর্গম এলাকার কারণে সেখানকার মানুষ পর্যাপ্ত খাবার ও ওষুধ থেকেও বঞ্চিত ছিলেন। এবার প্রাকৃতিক দুর্যোগে তারা প্রাণ হারালেন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলমান সংঘাতের কারণে ইতোমধ্যেই সুদানের অর্ধেকেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তার ওপর ভূমিধস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
সূত্র: সিএনএন
ভোরের আকাশ//হ.র