নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় হামলা, নিহত ২৭
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর : আল জাজিরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামের মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করার সময় হঠাৎ সশস্ত্র ডাকাতরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ নিহত হন।
এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এমন হামলা হয়ে থাকে। জমি ও পানি ব্যবহার নিয়ে স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি হামলায় ১০০ জনের বেশি নিহত হয়েছিলেন।
রাজ্যের নিরাপত্তা কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, হামলার পর উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, বর্ষাকালে হামলাকারীরা প্রায়ই খামারের ফসলের ভেতরে লুকিয়ে থেকে স্থানীয় সম্প্রদায়ের ওপর হামলা চালায়।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী গাজা যুদ্ধের অবসান ও বন্দি বিনিময় প্রক্রিয়া নিয়ে মিসরের রেড সি উপকূলীয় শহর শারম এল-শেখে পরোক্ষ আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাস। সোমবার (৬ অক্টোবর) থেকে এ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে মিসরের রাষ্ট্রীয় গোয়েন্দা সংযুক্ত সংবাদমাধ্যম আল কাহেরা নিউজ।সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, আলোচনাটি চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রাথমিক বাস্তবায়ন নিয়ে। এতে বন্দি বিনিময়, যুদ্ধবিরতির প্রথম ধাপ ও গাজার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনায় মিসর ও কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।একজন মিসরীয় কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, সোমবার বিকেলে শারম এল-শেখে বৈঠক শুরু হয়। ইসরায়েলি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির শীর্ষ আলোচক রন ডারমার, আর হামাসের পক্ষের নেতৃত্বে রয়েছেন জ্যেষ্ঠ নেতা খালিল আল-হাইয়া।আল কাহেরা নিউজ জানিয়েছে, বৈঠকের শুরুতে আরব মধ্যস্থতাকারীরা হামাসের প্রতিনিধিদের সঙ্গে প্রথম দফায় আলোচনা করেন। পরে তারা ইসরায়েলি দলের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন। দুপক্ষের সঙ্গে আলোচনা শেষে মিসর ও কাতারের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করবেন। আলোচনার পরবর্তী ধাপে যোগ দিতে পারেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও।হামাস সূত্রে জানা গেছে, আলোচনার মূল লক্ষ্য হলো যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়ন—যার আওতায় গাজা থেকে ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহার এবং বন্দি বিনিময় অন্তর্ভুক্ত। এতে হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার কথা রয়েছে।যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী, হামাস তিন দিনের মধ্যে অবশিষ্ট ৪৮ জন জিম্মিকে মুক্তি দেবে, যাদের মধ্যে প্রায় ২০ জন এখনো জীবিত বলে ধারণা করা হচ্ছে। বিনিময়ে হামাস অস্ত্র ত্যাগ করবে এবং গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়াবে।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আলোচনাটি “মাত্র কয়েক দিনের মধ্যেই” শেষ হতে পারে। তবে হামাসের কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিধ্বস্ত এলাকায় ধ্বংসস্তূপের নিচে অনেক লাশ চাপা পড়ে থাকায় জিম্মিদের শনাক্ত করতে সময় লাগবে।এদিকে, আলোচনার দিনই গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করে বলেছেন, “যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত মধ্যপ্রাচ্যের শান্তি কাঠামো ১৯৭০-এর দশক থেকে আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।”তিনি এই বক্তব্য দেন ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের বার্ষিকী উপলক্ষে টেলিভিশন ভাষণে—যে যুদ্ধে মিসর সিনাই উপদ্বীপ পুনরুদ্ধার করেছিল; বর্তমানে সেই অঞ্চলেই অবস্থিত আলোচনার শহর শারম এল-শেখ।ভোরের আকাশ//হ.র
আফ্রিকার দক্ষিণাঞ্চলের ছোট্ট দেশ এসওয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়ের এক পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, রাজা ১৫ স্ত্রী ও বিশাল এক সঙ্গীসহ ব্যক্তিগত বিমান থেকে আবুধাবিতে অবতরণ করছেন।ভিডিওতে রাজাকে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে, আর তার পেছনে সজ্জিত নারীদের সারিবদ্ধ যাত্রা চলছিল। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশের পর অনেকেই দেশের সাধারণ জনগণের দারিদ্র্য এবং রাজার বিলাসী জীবনধারার মধ্যে বৈষম্যের কড়া সমালোচনা করেছেন।রাজপরিবারের সঙ্গে সফরে ছিলেন রাজপুত্র-রাজকন্যারা, মোট ৩০ সন্তানও ছিলেন সঙ্গী হিসেবে। নিরাপত্তার কারণে বিমানবন্দরের কিছু টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করতে হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, “দেশে বিদ্যুৎ নেই, আর রাজার ব্যক্তিগত বিমান বিদেশ সফরে।” অন্য কেউ প্রশ্ন তুলেছেন, “এসওয়াতিনি কি এত ধনী রাষ্ট্র?” এছাড়াও অনেকেই হাস্যরসাত্মক মন্তব্য করেছেন, কেউ লিখেছেন, এত স্ত্রীর দেখাশোনার জন্য আলাদা সমন্বয়ক থাকেন কি না।রাজা মসোয়াতি তৃতীয় ১৯৮৬ সাল থেকে দেশ শাসন করছেন এবং তিনি আফ্রিকার একমাত্র পূর্ণ নির্বাহী ক্ষমতার অধিকারী। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলারের বেশি।অপরদিকে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি তীব্র সংকটাপন্ন। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা প্রায় ধসে পড়েছে, সরকারি হাসপাতালগুলোতে ওষুধের অভাব, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়ছেন এবং বেকারত্ব বেড়ে ৩৩.৩ শতাংশে পৌঁছেছে।রাজা মসোয়াতি ঐতিহ্যবাহী “রিড ড্যান্স” উৎসবের মাধ্যমে প্রতিবছর নতুন স্ত্রী নির্বাচন করেন। যদিও এই আচারকে ঐতিহ্যের অংশ হিসেবে দেখা হয়, দেশজুড়ে রাজার বিলাসী জীবনধারা নিয়ে সমালোচনা তীব্র। এসওয়াতিনির প্রায় ৬০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করেন।সূত্র: এনডিটিভিভোরের আকাশ//হ.র
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশে জনগণের ভোটে যে সরকারই গঠিত হোক না কেন, সেই সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়াদিল্লি।সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হোক না কেন, তাদের সঙ্গেই কাজ করবে ভারত।বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচনের আশা প্রকাশ করে বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই ঘোষণা করেছে যে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারত যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়। সেই প্রক্রিয়ার মাধ্যমে যে সরকারই গঠিত হোক না কেন, আমরা তাকেই সহযোগিতা করতে প্রস্তুত।ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলা উচিত। এখনও দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে। ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই প্রথম বিশ্বনেতা, যিনি তাকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় ভিসা বিধিনিষেধ সম্পর্কে এক প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, যদিও ভিসা কার্যক্রম এখন সীমিত, তবুও ঢাকা বিশ্বব্যাপী ভারতীয় ভিসার সবচেয়ে বড় উৎস। ভারত সবসময় দুই দেশের জনসাধারণের মধ্যে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয়।আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে আরেক প্রশ্নে তিনি বলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দেয় ভারত। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার উপর অত্যন্ত গুরুত্ব দিই। এই অঞ্চলে চরমপন্থার উত্থান রোধ করতে চাই আমরা। এক পর্যায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ঢাকার অনুরোধের বিষয়েও প্রশ্ন করা হয় ভারতের পররাষ্ট্র সচিবকে। জবাবে বিষয়টিকে একটি আইনি সমস্যা বলে অভিহিত করেন তিনি এবং এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এরপর গঙ্গা পানিবণ্টন চুক্তি এবং তিস্তা নদী প্রকল্প সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিষয়গুলো সমাধানের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।ভোরের আকাশ/মো.আ.
ভারতের মধ্যপ্রদেশের ছিন্নদ্বারা জেলায় ‘কোল্ডরিফ’ নামে কফ সিরাপ খেয়ে ১৪ শিশু মারা গেছেন। গতকাল রোববার (৫ অক্টোবর) স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।খবরে বলা হয়, কোল্ডরিফ সিরাপে ডাইইথিলিন গ্লাইকলের পরিমাণ নিয়ন্ত্রিত সীমার তুলনায় অনেক বেশি থাকার কারণে শিশুগুলোর মৃত্যু হয়েছে।ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (৪ অক্টোবর) করা পরীক্ষার ফল অনুযায়ী, দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে উৎপাদিত কোল্ডরিফ কফ সিরাপে ডাইইথিলিন গ্লাইকলের পরিমাণ অনুমোদিত সীমার অনেক বেশি ছিল। এর ফলে শিশুদের শরীরে ওষুধের ক্ষতিকর প্রভাব দেখা দেয়।ছিন্নদ্বারা জেলার পুলিশ সুপার অজয় পাণ্ডে জানিয়েছেন, এ ঘটনায় পারাসিয়া থানা কর্তৃক ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৫, ২৭৬ এবং ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টের ধারা ২৭এ অনুযায়ী তদন্ত শুরু করা হয়েছে।এছাড়া প্রভীন সোনি নামে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি কোল্ডরিফ সিরাপটি শিশুদের পান করতে পরামর্শ দিয়েছিলেন। একইসঙ্গে, তামিলনাড়ুর ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্রিসান ফার্মাসিউটিক্যালসকেও প্রধান অভিযুক্ত হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে।শ্রিসান ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউস সিল করা হয়েছে। শিশুর মৃত্যু প্রকাশের পর রোববার থেকে অনেক ফার্মেসি বন্ধ হয়ে গেছে।ছিন্নদ্বারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ধীরেন্দ্র সিং জানিয়েছেন, শিশুদের মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। একই সিরাপ খেয়ে চণ্ডীওয়াড়া জেলায় আরও ৮ শিশু অসুস্থ হয়েছেন। তারা বর্তমানে নাগপুরের হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের দেখভালের জন্য ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই দল প্রশাসন ও ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বজায় রাখবে।এদিকে, রাজনৈতিকভাবে সিরাপ খেয়ে শিশুদের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। কংগ্রেস এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে প্রশ্ন তুলেছে, যে ওষুধটি অন্য রাজ্যে ইতিমধ্যেই নিষিদ্ধ, তা কীভাবে মধ্যপ্রদেশের ফার্মেসিতে বিক্রি হচ্ছে?ভোরের আকাশ/মো.আ.