আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ০৩:০২ এএম
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে : যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
বাংলাদেশে রাজনৈতিক সংস্কারে কিছু অগ্রগতি হলেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ এখনো কাটেনি বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (USCIRF)। গত ২১ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়।
প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক স্থিতিশীলতা ও ধর্মীয় অধিকারের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিলেও, বাস্তব চিত্রে এখনো অনেকের মধ্যে ধর্ম পালনের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়ে গেছে।
কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও ধর্ম অবমাননা ও ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ শাস্তির বিধান এখনো বহাল রয়েছে, যা অনেক ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এছাড়া সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে বিতর্কের কথাও তুলে ধরা হয়। কমিশন সংবিধানে "ধর্মনিরপেক্ষতা" শব্দের পরিবর্তে "বহুত্ববাদ" যুক্ত করার সুপারিশ করলে বিএনপি তা প্রত্যাখ্যান করে এবং সংবিধানে “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” ফিরিয়ে আনার দাবি তোলে। প্রতিবেদনে বলা হয়, এই প্রক্রিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে যথাযথভাবে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।
মার্কিন কমিশনের প্রতিবেদনে নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও আলোচনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হেফাজতে ইসলাম ৪৩৩টি সুপারিশকে "ইসলামবিরোধী" আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং গত মে মাসে ঢাকায় এক বিশাল সমাবেশ করে কমিশন বাতিলের দাবি তোলে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্ষণশীল ধর্মীয় প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় এখনো জবাবদিহির অভাব রয়েছে। হিন্দু, আদিবাসী, আহমদিয়া ও সুফি মুসলিম সম্প্রদায়ের সদস্যরা এখনো বৈষম্যের শিকার হচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নির্বাচন সামনে রেখে সহিংসতা ও নিরাপত্তা উদ্বেগ
আসন্ন নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কাও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, সরকারের উচিত নিরপেক্ষতা বজায় রেখে সবার জন্য ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা।
সূত্র: আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (USCIRF)
ভোরের আকাশ//হ.র