আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ০২:২১ এএম
গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী
গাজায় হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির বিরোধিতা করে সরব হয়েছেন ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী—জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ। তারা যুদ্ধবিরতি ঠেকাতে নানামুখী তৎপরতা শুরু করেছেন।
টাইমস অব ইসরায়েল জানায়, বুধবার (২ জুলাই) বেন গিভির অর্থমন্ত্রী স্মোরিচের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নেতানিয়াহু সরকারের অভ্যন্তরে একটি বিকল্প জোট গঠনের প্রস্তাব দেন, যা যুদ্ধবিরতির সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করবে।
হিব্রু ভাষার গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, বেন গিভিরের নেতৃত্বাধীন ওতজমা ইয়েহুদিত এবং স্মোরিচের রিলিজিয়াস জায়োনিজম পার্টি যৌথভাবে বৈঠকে বসার পরিকল্পনা করছিল। লক্ষ্য ছিল— যুদ্ধবিরতির বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করা।
তবে স্মোরিচের মুখপাত্র এসব তথ্য অস্বীকার করে বলেন, অর্থমন্ত্রী এমন কোনো পরিকল্পনার সঙ্গে যুক্ত নন। তিনি দাবি করেন, বেন গিভির সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করে ‘নোংরা রাজনৈতিক খেলা’ খেলছেন।
এদিকে দুই মন্ত্রীর এমন রাজনৈতিক তৎপরতা জানাজানি হলে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েলের বিরোধী দলগুলো। তারা ঘোষণা দেয়, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা এগিয়ে নিতে প্রয়োজন হলে তারা নেতানিয়াহু সরকারকে সংসদে সমর্থন দেবে।
গাজার চলমান সংঘাতে যুদ্ধবিরতির সম্ভাবনা যখন নতুন করে আলোচনায় এসেছে, তখনই উগ্রপন্থি মন্ত্রীদের এই পদক্ষেপ ইসরায়েলি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ভোরের আকাশ//হ.র