× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

“হামাস সদস্যদের খুঁজে খুঁজে বের করা হবে”: সাফ হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ০২:৫৪ এএম

“হামাস সদস্যদের খুঁজে খুঁজে বের করা হবে”: সাফ হুঁশিয়ারি ট্রাম্পের

“হামাস সদস্যদের খুঁজে খুঁজে বের করা হবে”: সাফ হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দায়ী করেছেন গাজায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দেওয়ার জন্য। তাঁর অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবেই চুক্তিতে যেতে চায়নি এবং ইসরাইলি জিম্মিদের মুক্তি পাওয়ার পর কী হবে, সেই আতঙ্কেই পিছিয়ে গেছে।

শুক্রবার (২৫ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমরা এখন চূড়ান্ত ধাপে জিম্মি মুক্তির অপেক্ষায় আছি। আর হামাস জানে, সবশেষ বন্দিরা ছাড়া হলে এরপর কী হতে পারে। সেই কারণেই তারা চুক্তি চায় না।”

ট্রাম্প আরও বলেন, “হামাসকে এখন খুঁজে খুঁজে বের করা হবে। তারা আসলে কোনো সমঝোতায় আগ্রহী নয়। আমি মনে করি, তারা মরতে চায়। আর এটি খুবই দুঃখজনক বিষয়।”

ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র এবং ইসরাইল এখনই যুদ্ধ পুরোপুরি থামাতে আগ্রহী নয়। বরং, তারা স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির মাধ্যমে কেবল ইসরাইলি জিম্মিদের মুক্ত করতে চায়।

এই অবস্থানের পেছনে মার্কিন প্রশাসনের যুক্তি তুলে ধরেছেন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। তিনি বলেন, হামাসের অনাগ্রহের কারণে ওয়াশিংটন আলোচনায় নিজেদের সম্পৃক্ততা কমিয়ে দিয়েছে।

ইসরাইলও জানিয়েছে, তারা কাতার থেকে তাদের আলোচক দল ফিরিয়ে নিয়েছে। উল্লেখ্য, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল কাতার। আলোচনা অনুযায়ী, প্রতিদিন ১০ জন করে ইসরাইলি জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ইসরাইলি হামলা বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়।

হামাসের দাবি, তারা মধ্যস্থতাকারী কাতার ও মিশরের সহায়তায় স্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে গেছে। সংগঠনটি বলেছে, তাদের অবস্থান ‘গঠনমূলক ও ইতিবাচক’ ছিল, যা মধ্যস্থতাকারী দুই দেশও স্বীকার করেছে।

তবে ইসরাইলের অবস্থান বরাবরই ছিল ভিন্ন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, জিম্মিরা মুক্তি পাওয়ার পর তারা আবারও গাজায় হামলা চালাবে এবং ধাপে ধাপে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেবে। এমনকি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, যুদ্ধবিরতির সময় হাজার হাজার ফিলিস্তিনিকে গাজার দক্ষিণাঞ্চলে একটি আটকশিবিরে পাঠানো হবে—যাতে পরবর্তীতে তাদের সম্পূর্ণভাবে গাজা থেকে সরিয়ে দেওয়া যায়।

চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জানান, যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় তাদের ‘মিশন’ এখনো শেষ হয়নি।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 জাল টাকায় প্রতারিত সেই গরু বিক্রেতাকে ওমরাহ পালনে পাঠালেন অপু বিশ্বাস

জাল টাকায় প্রতারিত সেই গরু বিক্রেতাকে ওমরাহ পালনে পাঠালেন অপু বিশ্বাস

 আপনার কাজ সহজ করতে আসছে উইন্ডোজ ১১-এর নতুন এআই ফিচার

আপনার কাজ সহজ করতে আসছে উইন্ডোজ ১১-এর নতুন এআই ফিচার

 বয়স ৫০ পেরিয়ে গেলেও সুস্থ থাকার ৫ কার্যকর উপায়

বয়স ৫০ পেরিয়ে গেলেও সুস্থ থাকার ৫ কার্যকর উপায়

 মাহমুদউল্লাহর ম্যাচ রেফারি হওয়া নিয়ে কী জানা গেল

মাহমুদউল্লাহর ম্যাচ রেফারি হওয়া নিয়ে কী জানা গেল

 ‘নকল’ বিড়ম্বনার অবসান, অবশেষে ফেসবুকে ‘আসল’ শাবনূর

‘নকল’ বিড়ম্বনার অবসান, অবশেষে ফেসবুকে ‘আসল’ শাবনূর

সংশ্লিষ্ট

“হামাস সদস্যদের খুঁজে খুঁজে বের করা হবে”: সাফ হুঁশিয়ারি ট্রাম্পের

“হামাস সদস্যদের খুঁজে খুঁজে বের করা হবে”: সাফ হুঁশিয়ারি ট্রাম্পের

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে রাশিয়া

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে রাশিয়া

ইমরান খানকে তলব, শিবলি ফারাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইমরান খানকে তলব, শিবলি ফারাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে ‘তুরস্ক ভাঙার’ ষড়যন্ত্রের অভিযোগ

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে ‘তুরস্ক ভাঙার’ ষড়যন্ত্রের অভিযোগ