তথ্য প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ০২:৫৭ এএম
আপনার কাজ সহজ করতে আসছে উইন্ডোজ ১১-এর নতুন এআই ফিচার
উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য সুখবর! মাইক্রোসফট তাদের নতুন আপডেটে নিয়ে এসেছে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) ফিচার, যা ব্যবহারে কম্পিউটারের কাজ আরও সহজ ও গতিশীল হবে। এসব সুবিধা ব্যবহারকারীদের কাজের ধরণ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সহায়তা দেবে এবং অনেক সময়সাপেক্ষ কাজ করবে এক ক্লিকে।
এই আপডেটের অন্যতম আকর্ষণ হলো ‘কোপাইলট ভিশন’ নামের একটি স্মার্ট টুল। এটি আপনার কম্পিউটারের স্ক্রিনে খোলা থাকা সব অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আপনি কী করছেন, তা বিশ্লেষণ করতে পারে। ব্যবহারকারী সরাসরি প্রশ্ন করতে পারবেন, “এই ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ তথ্য কোনটি?” কিংবা “এই ছবির আলো কীভাবে উন্নত করবো?”
এই ফিচার শুধু বুঝেই না, বরং প্রাসঙ্গিক উত্তর ও নির্দেশনাও দেবে। ২০২৪ সালে পরীক্ষামূলকভাবে চালুর পর এবার এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
নতুন ফিচারের মধ্যে রয়েছে “ক্লিক টু ডু” নামের কার্যকর একটি টুল, যা সক্রিয় হয় উইন্ডোজ কী চেপে ধরে লেখা বা আইকনের ওপর ক্লিক করলে। এর মাধ্যমে ব্যবহারকারী পারবেন—
শুধু এআই নয়, সাধারণ ব্যবহারকারীদের জন্যও আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ হালনাগাদ। কম্পিউটার হঠাৎ বন্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে সমস্যা সমাধান।
মাইক্রোসফট জানিয়েছে, আগামী এক মাসের মধ্যেই ধাপে ধাপে সব ব্যবহারকারীর কাছে এই নতুন সুবিধাগুলো পৌঁছে যাবে। কিছু ফিচার ইতোমধ্যেই নন-সিকিউরিটি প্রিভিউ আপডেট আকারে পাওয়া যাচ্ছে মাইক্রোসফট স্টোরে।
প্রযুক্তি প্রতিনিয়ত বদলে যাচ্ছে, আর উইন্ডোজ ১১-এর এই আপডেট নিঃসন্দেহে ব্যবহারকারীদের আরও স্মার্ট ও দক্ষভাবে কাজ করার সুযোগ করে দেবে।
ভোরের আকাশ//হ.র